নিউজ পোল ব্যুরো: বলিউড (Bollywood) দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট (Ranbir-Alia) আবারও শিরোনামে। তাদের মেয়ে রাহার (Raha) এখন মাত্র ২ বছর বয়স। এরই মধ্যে দ্বিতীয় সন্তানের পরিকল্পনা সেরে ফেলেছেন তারা! শুধু তাই নয়, আগে থেকেই ঠিক করে রেখেছেন নামও। সম্প্রতি এক পডকাস্টে (Podcast) সাক্ষাৎকার দিতে গিয়ে বিষয়টি খোলসা করেছেন আলিয়া ও রণবীর। আলিয়া জানান, প্রথম সন্তান হওয়ার সময় তারা একটি ছেলের নাম ও একটি মেয়ের নাম ঠিক করেছিলেন। কন্যাসন্তান জন্ম নেওয়ায় নাম রাখা হয় রাহা। তবে ছেলের নামটা আগেই ঠিক করে রেখেছিলেন তাঁরা। যদি দ্বিতীয় সন্তান ছেলে হয়, তাহলে সেই নামই রাখা হবে।

আরও পড়ুন:- Abhishek-Arjun: অর্জুনের বিয়ে নিয়ে যা বললেন অভিষেক, শুনলে অবাক হবেন!
সম্প্রতি এক পডকাস্টে রণবীর কাপুর বলেন, তিনি নতুন একটি ট্যাটু (Tattoo) করাতে চলেছেন। এটি হবে আট অক্ষরের একটি নাম। যদিও প্রথমে এড়িয়ে যান, পরে স্বীকার করেন, এটি তাদের (Ranbir-Alia) দ্বিতীয় সন্তানের নাম হতে পারে! এরপর থেকেই বলিপাড়ায় (Bollywood Industry) শুরু হয়েছে জোর চর্চা।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

রণবীর কাপুর সম্পর্কে কথা বলতে গিয়ে আলিয়া জানান, (Ranbir-Alia) তিনি সম্পর্কে থাকার সময় থেকেই বুঝেছিলেন, রণবীর শিশুসুলভ আচরণ করেন। তাই তিনি তাঁকে তার মতোই থাকতে দিয়েছিলেন। তবে রাহার জন্মের পর রণবীরের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। আজকের রণবীর সম্পূর্ণ ভিন্ন মানুষ, আর এর পেছনে রয়েছেন শুধুমাত্র আলিয়া ও রাহা। ২০২২ সালের এপ্রিলে বিয়ে করেন রণবীর ও আলিয়া। কিছু মাসের মধ্যেই ঘোষণা করেন, তাদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। সে বছরের নভেম্বরে জন্ম নেয় রাহা। এবার কি তাহলে সত্যিই দ্বিতীয় সন্তানের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা? রণবীর-আলিয়ার ঘনিষ্ঠ মহল বলছে, তারা দু’জনেই এখন পুরোপুরি পারিবারিক জীবনে মন দিতে চান। রাহার পর আরও এক সন্তানের স্বপ্ন তারা অনেক আগেই দেখেছিলেন। তবে কবে তারা তাদের পরিবারে নতুন অতিথির আগমনের ঘোষণা দেবেন, সেটাই এখন দেখার!
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT