Road Accident: ফের ভয়াবহ দুর্ঘটনা, মৃত যুবক

breakingnews জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: যশোর রোডে পথ দুর্ঘটনার (Road Accident) সংখ্যা ক্রমাগত বাড়ছে। প্রতিদিনই এই রাস্তায় (Highway Accident) ঘটে চলেছ পথ দুর্ঘটনা, যা পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামের (Madhyamgram) জুডিও মলের সামনে, যেখানে এক পরিবার মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, স্কুটিতে (Scooter Accident) থাকা যুবক, তার স্ত্রী এবং তাদের শিশুসন্তানকে নিয়ে বারাসাত (Barasat) থেকে মধ্যমগ্রামের দিকে আসছিলেন। ঠিক সেই সময় পাশ দিয়ে যাওয়া একটি ডাম্পারের (Dumper truck) সঙ্গে স্কুটির ধাক্কা লাগে। দুর্ঘটনার ফলে স্কুটিতে থাকা তিনজনই রাস্তায় ছিটকে পড়েন।

আরও পড়ুনঃ Road Accident: মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মৃত ৪

জানা গিয়েছে , দুর্ঘটনার সময় স্ত্রী ও শিশুটি রাস্তার বাঁদিকে পড়লেও স্কুটি চালক ছিটকে পড়েন রাস্তার ডানদিকে। দুর্ভাগ্যবশত, ঠিক সেই সময় একটি ডাম্পার পেছন থেকে এসে যুবকটিকে পিষে দিয়ে টেনে নিয়ে যায় প্রায় ৩০০ মিটার দূর পর্যন্ত। ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা ও পথচারীরা ডাম্পারটিকে থামানোর চেষ্টা করেন, কিন্তু চালক গাড়ি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে, মধ্যমগ্রাম ট্রাফিক পুলিশ (Traffic Police) ডাম্পারটিকে আটক করে। আহত মহিলা ও শিশুটিকে উদ্ধার করে দ্রুত মধ্যমগ্রাম রুরাল হাসপাতালে (Madhyamgram Rural Hospital) নিয়ে যাওয়া হয়। আর যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বারাসাত হাসপাতালে (Barasat Hospital)।

Road Accident

গত কয়েকদিনে যশোর রোডে একের পর এক পথ দুর্ঘটনা (road accident) ঘটে চলেছে। প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত গতির (overspeeding) কারণে দুর্ঘটনা কমাতে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও, তা মানতে নারাজ অনেক চালক। দ্রুতগামী ট্রাক (speeding truck) ও ডাম্পারের বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

প্রশাসনের তরফে জানানো হয়েছে, যারা প্রতিদিন যশোর রোডে যাতায়াত করেন, তাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা জরুরি। ট্রাফিক আইন মেনে চলা, রাস্তা পার হওয়ার সময় সচেতন থাকা এবং চালকদের নির্ধারিত গতিসীমা বজায় রাখা একান্ত প্রয়োজন। যশোর রোডের একের পর এক পথ দুর্ঘটনা সাধারণ মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করছে। প্রশাসনের পক্ষ থেকে যতই ব্যবস্থা নেওয়া হোক না কেন, চালকদের যদি সচেতন করা না যায়, তাহলে এই মৃত্যুমিছিল চলতেই থাকবে। তাই, নিজেদের এবং অন্যদের সুরক্ষার স্বার্থে ট্রাফিক নিয়ম মেনে চলুন এবং সতর্ক থাকুন।