Shashi Tharoor: ‘একই দিকের যাত্রী’, থারুরের সঙ্গে ছবি পোস্ট করে কোন বার্তা বিজেপি নেতার

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: বিগত কয়েক মাস ধরেই বর্ষীয়ান নেতা শশী থারুরকে (Shashi Tharoor) নিয়ে বেশ চাপে রয়েছে কংগ্রেস (Congress)। কখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করছেন তো কখনও আবার ছবি দেখা যাচ্ছে বিজেপি নেতাদের সঙ্গে। এই নিয়ে সর্বভারতীয় রাজনীতিতে কম চর্চা হচ্ছে না। পর পর যে ঘটনা সামনে আসছে তাতে কংগ্রেস নেতার দল বদলের আগুনে ঘি পড়ছে বেশি করে। এবার একই বিমানে বিজেপি (BJP) নেতা বৈজয়ন্ত ‘জয়’ পান্ডার সঙ্গে দেখা গেল শশী থারুরকে। সেই ছবি পোস্ট করে বিজেপি নেতা লিখেছেন, “অবশেষে একই দিকে যাত্রা”। কংগ্রেস ও বিজেপি নেতার একটি সেলফি ঘিরেই রাজনৈতিক মহলে পারদ চড়ছে।

বলা ভালো সাম্প্রতিক বিতর্কের ধারাবাহিকতা সম্পর্কে ভালভাবে অবগত শশী থারুর। তার পর এই ছবি কংগ্রেস নেতাকে যে নতুন করে একগুচ্ছ প্রশ্নে সম্মুখীন করবে তা আর বলার অপেক্ষা রাখে না। বৈজয়ন্ত ‘জয়’ পান্ডা আবার বিজেপির সহ-সভাপতি। তাই তাঁর সঙ্গে থারুরের এই ছবি এখন অনেক প্রশ্ন তুলে দিয়েছে। X-তে একটি অদ্ভুত পোস্টে, পান্ডা টুইট করেছেন। যেখানে তিনি লিখেছেন, “আমার বন্ধু এবং সহযাত্রী আমাকে দুষ্টু বলে ডেকেছেন কারণ তিনি বলেছিলেন যে আমরা অবশেষে একই দিকে ভ্রমণ করছি।” যদিও থারুর দ্রুত পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে বলেন যে তিনি কেবল ভুবনেশ্বর পর্যন্ত একজন “সহযাত্রী” ছিলেন। থারুর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “শুধুমাত্র ভুবনেশ্বরের সহযাত্রী! আমি আগামীকাল সকালে কলিঙ্গ লিটফেস্টে ভাষণ দিচ্ছি। এবং এখনই ফিরে আসছি।”

আরও পড়ুনঃ NIT-এর অধ্যাপকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, এই সেলফি এমন এক সময়ে ঘটেছে যখন থারুর (Shashi Tharoor) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনৈতিক কৌশলের সাম্প্রতিক প্রশংসা এবং বিজেপি নেতাদের সঙ্গে সেলফি কংগ্রেসকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে। গত মাসে, থারুর কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের সাথে একটি সেলফি পোস্ট করেছিলেন এবং যুক্তরাজ্যের সাথে দীর্ঘস্থায়ী মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) পুনরুজ্জীবিত করার জন্য সরকারের প্রশংসা করেছিলেন। এমনকি জাতিসংঘের প্রাক্তন কূটনীতিক থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা এই ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বৈঠকের ফলাফলের প্রশংসা করেছিলেন এবং উল্লেখ করেছিলেন যে বেশ কয়েকটি প্রধান উদ্বেগের সমাধান করা হয়েছে। এখানেই সেস নয়, সম্প্রতি, থারুর রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রধানমন্ত্রী মোদীর নিরপেক্ষ অবস্থানের প্রশংসা করে বিতর্কে জড়িয়ে পড়েছেন। শশী বলছেন, ‘যুদ্ধের প্রথম দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরপেক্ষ অবস্থানের বিরোধিতা করে চরম ভুল করেছিলেন তিনি। সেকথা মনে পড়লে মাথা নত হয়ে যায়।’ থারুরের এই মোদী প্রশংসা কংগ্রেস শিবিরে শোরগোল ফেলে দিয়েছে।