Siliguri: শিলিগুড়ি পুরসভার নতুন পদক্ষেপ, শহর হবে পরিচ্ছন্ন

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ‘শুন্য গার্বেজ’ (Zero Garbage) শহর গড়ার লক্ষ্যে একটি নতুন পদক্ষেপ গ্রহণ করেছে শিলিগুড়ি পুরসভা (Siliguri Municipality)। বর্তমান পুরবোর্ডের নেতৃত্বে মেয়র গৌতম দেব শহরের পরিচ্ছন্নতা উন্নত করতে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ (Important step) নিয়েছেন। সম্প্রতি ৫টি নতুন ট্রিপার ডাম্পার (New Garbage Trucks) শিলিগুড়ি (Siliguri) শহরের সেবা কার্যক্রমে যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন:Tab Scam: ট্যাব প্রকল্পে দুর্নীতি! ৩ শিক্ষককে শোকজের নির্দেশ!

এদিন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, জঞ্জাল বিভাগের মেয়র পারিষদ মানিক দে এবং অন্যান্য মেয়র পারিষদরা সবুজ পতাকা হাতে নাড়িয়ে এই নতুন গাড়িগুলির উদ্বোধন করেন। মেয়র গৌতম দেব জানিয়েছেন, শিলিগুড়ি (Siliguri) শহরের পরিচ্ছন্নতা ও পরিবেশের উন্নতি নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এর অংশ হিসেবে বর্তমানে শহরের জঞ্জাল অপসারণের কাজে ২২২টি গাড়ি ব্যবহৃত হচ্ছে। নতুন ৫টি ট্রিপার ডাম্পারের (New Garbage Trucks) সংযোজন শহরের পরিচ্ছন্নতার উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদী।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

পুরসভার তরফে জানানো হয়েছে, শহরের মধ্যে যেখানেই বর্জ্য অপসারণের প্রয়োজন সেখানেই দ্রুততার সঙ্গে এই গাড়িগুলি পৌঁছাবে। পরিচ্ছন্নতার দিক থেকে শিলিগুড়ির উন্নতির জন্য একটি বড় পদক্ষেপ নেওয়া হবে। শহরের বিভিন্ন এলাকায় দিনে-রাতে নিয়মিত বর্জ্য সংগ্রহের কার্যক্রম চালু রাখতে এটি বিশেষভাবে সাহায্য করবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

শিলিগুড়ি পুরসভা (Siliguri Municipality) দীর্ঘদিন ধরেই শহরের স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে নানা উদ্যোগ গ্রহণ করে আসছে এবং এই নতুন পদক্ষেপ তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। “নির্মল শহর” গড়ার এই উদ্যোগের মাধ্যমে শিলিগুড়ি দ্রুত তার লক্ষ্যে পৌঁছাবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।