Siliguri: ভয়াবহ দুর্ঘটনা, খাদে পড়ে মৃত্যু ২, আহত বহু!

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: বিগত বেশ কয়েকদিন ধরে বিভিন্ন প্রান্তে ঘটে চলেছে পথ দুর্ঘটনা। শিলিগুড়ির (Siliguri) পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনা (Road Accident)। সুখিয়া (Sukhia) থেকে আসা একটি যাত্রীবাহী গাড়ি (Passenger Vehicle) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়ি, ঘটনায় মৃত্যু হয় দুজনের , আহত হয়েছেন বেশ কয়েকজন। মিরিক থানার (Mirik Police Station) অন্তর্গত গয়াবাড়ি (Ghayabari) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীদের মতে, ১১ জন যাত্রী নিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল গাড়িটি। গয়াবাড়ি এলাকায় পৌঁছানোর পর চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, এবং সেটি গভীর খাদে (Gorge) পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা (Local Residents) ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত ছুটে আসেন এবং উদ্ধারকাজ (Rescue Operation) শুরু করেন। দুর্ভাগ্যজনকভাবে, দুর্ঘটনার স্থানেই দুজনের মৃত্যু (Death on Spot) হয়। আহতদের (Injured Passengers) মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: NIT-এর অধ্যাপকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার পরপরই আহতদের গাড়ি থেকে বের করে আনেন এবং দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পুলিশ (Police) ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়িটি উদ্ধারের (Vehicle Recovery) চেষ্টা শুরু হয়। পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতির (Overspeeding) কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন অথবা রাস্তার অবস্থা (Road Condition) ভালো না থাকায় দুর্ঘটনাটি ঘটতে পারে। পাশাপাশি, চালকের অস্বাভাবিক আচরণ (Driver’s Behavior) বা যান্ত্রিক ত্রুটি (Mechanical Failure) ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই দুর্ঘটনার পর প্রশাসন সাধারণ মানুষের প্রতি সতর্কতার বার্তা দিয়েছে। বিশেষত পাহাড়ি রাস্তায় (Hilly Roads) গাড়ি চালানোর সময় আরও সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশ ও উদ্ধারকারী দল দুর্ঘটনার সমস্ত দিক বিশ্লেষণ করছে এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে। এই মর্মান্তিক দুর্ঘটনা (Tragic Accident) আবারও পাহাড়ি রাস্তায় সুরক্ষার গুরুত্ব (Road Safety) তুলে ধরেছে। পুলিশের তদন্ত শেষ হলে দুর্ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/