নিউজ পোল ব্যুরো: পড়ুয়াদের জন্য বরাদ্দ ট্যাবের টাকা (Tab Scam) গায়েবের ঘটনায় এবার শিক্ষকদের (Teachers) বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার (State Government)। তিনজন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত (Departmental Inquiry) শুরু করা হয়েছে। ইতিমধ্যেই তাদের শোকজ (Show Cause) করা হয়েছে বলে সূত্রের খবর। রাজ্যের স্কুল শিক্ষা দফতর (School Education Department) জানিয়েছে, তদন্তের রিপোর্টের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে অভিযুক্ত শিক্ষকদের সাসপেন্ড (Suspend) করার পাশাপাশি আরও কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে। সরকারের তরফ থেকে পড়ুয়াদের জন্য ডিজিটাল শিক্ষার সুবিধা দিতে বিশেষ প্রকল্পের আওতায় বিনামূল্যে ট্যাব (Tablet) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ ওঠে যে, নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে বরাদ্দকৃত সেই ট্যাব কেনার টাকা অনিয়মের মাধ্যমে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে।
আরও পড়ুন:- Visva-Bharati Campus: বিশ্বভারতী আশ্রমে পর্যটকদের প্রবেশের নতুন নিয়ম!
এই বিষয়ে (Tab Scam) অভিভাবকদের (Parents) একাংশ প্রথমে স্কুল কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তুললেও, কোনও সদুত্তর মেলেনি। এরপর বিষয়টি প্রশাসনের (Administration) নজরে আসে। শিক্ষার্থীদের জন্য বরাদ্দ অর্থ ঠিকমতো খরচ হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে শিক্ষা দফতর।পুলিশি (Police) তদন্তেও এই দুর্নীতির (Corruption) প্রমাণ মিলেছে বলে জানা গিয়েছে। এরপরই তিনজন শিক্ষকের নাম উঠে আসে। পুলিশের রিপোর্টের ভিত্তিতেই তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দেয় স্কুল শিক্ষা দফতর। পুলিশি (Police) তদন্তেও এই দুর্নীতির (Corruption) প্রমাণ মিলেছে বলে সূত্রের খবর। এরপরই তিনজন শিক্ষকের নাম উঠে আসে। পুলিশের রিপোর্টের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দেয় স্কুল শিক্ষা দফতর।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
অভিযোগের গুরুত্ব বুঝে দ্রুত পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। তিন শিক্ষকের বিরুদ্ধে শোকজ (Show Cause Notice) পাঠানো হয়েছে এবং তাদের কাছ থেকে জবাব চাওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের যথাযথ ব্যাখ্যা দিতে হবে। যদি তারা সন্তোষজনক উত্তর দিতে না পারেন, তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। পর্ষদের এক আধিকারিক জানিয়েছেন, “এটি অত্যন্ত গুরুতর বিষয়। সরকার শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার জন্য যে অর্থ বরাদ্দ করেছে, তা যদি দুর্নীতির মাধ্যমে অন্যত্র চলে যায়, তাহলে সেটি মেনে নেওয়া যায় না। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” শিক্ষা দফতর সূত্রে খবর, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত শেষ হওয়ার পর কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। যদি দোষ প্রমাণিত হয়, তাহলে শুধুমাত্র সাসপেন্ড (Suspension) নয়, চাকরি থেকে বহিষ্কার (Dismissal) করার মতো সিদ্ধান্তও নেওয়া হতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT