Balurghat Water Survey: প্রত্যেক ফোঁটা জল মূল্যবান!” বিশ্ব জল দিবসে শোভাযাত্রা বালুরঘাটে

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ২২ মার্চ বিশ্ব জল দিবস (World Water Day) উপলক্ষে পরিবেশপ্রেমী সংগঠন “দিশারী সংকল্প” (Dishari Sankalp) এর পক্ষ থেকে বালুরঘাটে এক বিশেষ জল সমীক্ষা (Balurghat Water Survey) ও সচেতনতা কর্মসূচির আয়োজন করে। সমীক্ষায় শহরের ৫০টি পানীয় জল সরবরাহের ট্যাপ (Water Tap) পরিদর্শন করা হয়। দেখা যায়, এর মধ্যে ৩০টি ট্যাপ ভালো অবস্থায় রয়েছে। ১০টি ট্যাপ সম্প্রতি সংস্কার করা হয়েছে এবং নতুন মুখ (Tap Nozzle) লাগানো হয়েছে। তবে উদ্বেগের বিষয়, ১০টি ট্যাপ থেকে অনবরত জল পড়ে নষ্ট হচ্ছে (Water Wastage)। “দিশারী সংকল্প”-এর সদস্যরা এদিন কয়েকটি নষ্ট ট্যাপ মেরামত করে নতুন মুখ লাগান। তবে কিছু ট্যাপের অবস্থা এতটাই খারাপ যে, তা শুধুমাত্র পেশাদার মিস্ত্রির (Plumber) সাহায্যে সারানো সম্ভব। এই সমস্যা সমাধানে সংস্থার পক্ষ থেকে বালুরঘাট পৌরসভা (Balurghat Municipality) এবং সংশ্লিষ্ট কাউন্সিলরদের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন:- Child Marriage: নারীর সুরক্ষায় কড়া বার্তা! হুঁশিয়ারি প্রশাসনের

বিশেষত, চৌরঙ্গী ক্লাব সংলগ্ন (Chourangi Club), ছিন্নমস্তা কলোনি শিবকালী মন্দির (Chhinnamasta Colony Shiva Kali Temple), ত্রিধারা ক্লাব (Tridhara Club) সহ শহরের বিভিন্ন এলাকায় পানীয় জলের অপচয় লক্ষ্য করা গিয়েছে। অন্যদিকে, বিশ্ব জল দিবস উপলক্ষে অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনে (Ayodhya Kalidasi Vidyaniketan) এক বিশেষ সচেতনতা শোভাযাত্রা (Awareness Rally) করা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকারা এই কর্মসূচিতে অংশ নেন। শিক্ষার্থীরা পোস্টার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেয়— “বিন্দু বিন্দু জল আমাদের সম্বল” (Every Drop of Water is Precious)* “জল নষ্ট করবেন না” (Do Not Waste Water) “পুকুর খুঁড়ে বৃষ্টির জল সংরক্ষণ করুন” (Harvest Rainwater by Digging Ponds) “মাটির নীচের জল ক্রমশঃ শেষ হয়ে যাচ্ছে” (Groundwater is Depleting)।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

বিদ্যালয়ের শিক্ষক ও পরিবেশ কর্মী তুহিনশুভ্র মণ্ডল (Tuhinshubhra Mandal) দীর্ঘদিন ধরেই জল সংরক্ষণ (Water Conservation) বিষয়ে কাজ করছেন। তিনি পূর্বেও সমগ্র শিক্ষা মিশনের (Samagra Shiksha Mission) জেলা শিক্ষা আধিকারিক বিমল কৃষ্ণ গায়েন (Bimal Krishna Gayen)-এর কাছে আবেদন করেন, যেন ২২ মার্চ বিশ্ব জল দিবস থেকেই প্রতিটি বিদ্যালয়ে জল সচেতনতা কার্যক্রম (Water Awareness Program) শুরু হয়। তিনি বলেন, “জল সংকট (Water Crisis) ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। জল সংরক্ষণ আমাদের সকলের দায়িত্ব। শিক্ষার্থীদের এখন থেকেই জল সংরক্ষণ সম্পর্কে সচেতন করতে হবে। আমাদের প্রত্যেককে জলবন্ধু (Water Friend) হয়ে কাজ করতে হবে।” বিশ্ব জল দিবসে বালুরঘাটের এই বিশেষ উদ্যোগ (Balurghat water Survey) শহরবাসীকে জল সংরক্ষণের গুরুত্ব আরও একবার স্মরণ করিয়ে দিল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT