Breast Milk Bank: SSKM- এর পর প্রথম কোনও বেসরকারি হাসপাতালে চালু মাতৃদুগ্ধ ব্যাঙ্ক পরিষেবা

জেলা রাজ্য স্বাস্থ্য

শ্যামল নন্দী, বারাসাত: অনেক সময় দেখা যায় সন্তান জন্ম দেওয়ার পর মায়ের নানা শারীরিক জটিলতার কারণে মা তার সন্তানকে মাতৃদুগ্ধ খাওয়াতে পারেন না। সেই সমস্ত শিশুদের জন্য কেবল সকালেই হাসপাতাল হিসেবে এসএসকেএম হাসপাতালেই রয়েছে মাতৃদুগ্ধ ব্যাঙ্ক পরিষেবা (Breast Milk Bank) । যা পাওয়া যায় বিনামূল্যে। সেই হাসপাতের পর এবার রাজ্যের প্রথম কোনো বেসরকারি হাসপাতালে চালু হল এই পরিষেবা।

মধ্যমগ্রামের এক বেসরকারি হাসপাতাল ফ্লোরিডা (Florida) জন্মদাত্রী মায়ের স্তন্যপান করানোর জটিলতা বা অসুবিধা থাকলে বিনামূল্যে মাতৃদুগ্ধ ব্যাঙ্ক পরিষেবা চালু করেছে। হিউম্যান মিল্ক ব্যাঙ্ক বা ল্যাক্টেরিয়াম সংগ্রহ, পরিশুদ্ধিকরণ, পদ্ধতিকরণ এবং বিতরণের সমস্ত ব্যবস্থা থাকছে এই হাসপাতালে। পাশাপাশি স্তন্যপান এবং স্তন্যদুগ্ধ দানের জন্য সক্ষম মায়েদের মধ্যে সচেতনতা বাড়ানোর প্রকল্প শুরু করছে বেসরকারি হাসপাতাল। রবিবার এই প্রকল্পের সূচনা করেন স্থানীয় বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী রথীন ঘোষের। এদিন এই প্রকল্পের সূচনা করে মন্ত্রী রথীন ঘোষ জানান, “যাদের সমস্যা তাঁরা এই হাসপাতালের মাধ্যমে অনেক সহায়তা পাবেন এবং এই উদ্যোগের মাধ্যমে এই বেসরকারি হাসপাতাল আর অনেক উচ্চতায় যাবে।” এদিন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী কার্ডের কথাও জানান রাজ্যের মন্ত্রী।

প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, এসএসকেএম হাসপাতালে মধুর স্নেহ প্রকল্পে ২০১৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্য়ায়ের উদ্য়োগে কলকাতায় প্রথম সরকারি মাতৃদুগ্ধ ব্যাংক স্থাপনা ( breast milk bank) হয়েছিল । ২০১৩ সালের এই প্রথম কোনো বেসরকারি হাসপাতালে বিনামূল্যে এই পরিষেবা চালু করা হল। অভিনব এই প্রকল্পের সূচনা কালে রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ মহাশয় । এই হাসপাতালে সাধারণ মানুষ সকল প্রকার সুচিকিৎসাও পাবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজ লিংক https://www.facebook.com/share/1EA79Afcw5/