Fraud case: বিরাট বড় সাইবার প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত

অপরাধ কলকাতা

নিউজ পোল ব্যুরো: প্রযুক্তি যত উন্নত হচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে অপরাধের পরিমাণ। বিশেষ করে ব্যাংক জালিয়াতির ঘটনা (fraud case) বেড়েই চলেছে। এবার ব্যাঙ্ক কর্মী পরিচয় দিয়ে প্রায় ১৬ লক্ষ টাকা সাইবার প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।

২১ ফেব্রুয়ারী বিধাননগর পূর্ব থানায় এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে বিধাননগর পূর্ব থানার পুলিশ তদন্তে নেমে এই প্রতারণা চক্র এর মূল ষড়যন্ত্রকারী বিহারের পাটনার বাসিন্দা রোহিত কুমারকে গ্রেফতার করে। তাকে বিহারের আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় কলকাতায়। পুলিশ অভিযুক্তের কাছ থেকে বেশ কিছু ব্যবহৃত ও নতুন মোবাইল ফোন এবং মোবাইলের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করেছে। রবিবার তাকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। সেই সঙ্গেই এই প্রতারণা চক্র এর তদন্ত প্রক্রিয়া চলবে বলেও পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন: Google Sheet: উচ্চ মাধ্যমিকে নতুন নিয়ম! পরের বছর থেকে পরীক্ষার্থীদের উপস্থিতি ‘গুগল শিট’ এ

উল্লেখ্য,ব্যাংক প্রতারণা নিয়ে কেন্দ্রীয় এবং রাজ্য অপরাধ দমন শাখা সাধারণ মানুষকে বারবার সতর্ক করছে। অচেনা অজানা নম্বর থেকে ফোন বা এসএমএস এলে অপরিচিত ব্যক্তিদের তথ্য না দিয়ে সরাসরি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ছে ডিজিটাল অ্যারেস্ট এর মত ঘটনাও। সাইবার অপরাধীরা তবুও সুযোগ পেলেই চালিয়ে যাচ্ছে জালিয়াতি (Fraud case) । কলকাতায় সাইবার ক্রাইমের শাখা বিগত কয়েকমাসে এই ধরণের কেসে তদন্তে নেমে একাধিক অপরাধীকে গ্রেফতারও করেছে পুলিশ।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/