নিউজ পোল ব্যুরো: রাজ্যে একের পর এক জাল ওষুধ (Fake Medicine) উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সম্প্রতি এক নামী ওষুধ প্রস্তুতকারী সংস্থার (Pharmaceutical Company) রক্তচাপ নিয়ন্ত্রণকারী ওষুধের কিউআর কোড (QR Code) জালিয়াতির মাধ্যমে নকল ওষুধ বাজারে ছড়িয়ে দেওয়ার ঘটনা সামনে এসেছে। এই ঘটনা সামনে আসার পর সংশ্লিষ্ট ওষুধ প্রস্তুতকারী সংস্থা রাজ্য ড্রাগ কন্ট্রোল (State Drug Control)-এর কাছে অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে রাজ্য ড্রাগ কন্ট্রোল জানতে পারে, এই জাল ওষুধ মূলত বিহার (Bihar) থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং হাওড়ার আমতা (Amta) থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন:Rare Disease: বিরল রোগে আক্রান্ত সোহান, চিকিৎসায় বাধা কেন?
তদন্তের অগ্রগতিতে রাজ্য ড্রাগ কন্ট্রোলের একটি দল আমতায় একটি ওষুধ সরবরাহকারী সংস্থার (Medicine Distributor) গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ১৭ লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করে। এই ওষুধ বিভিন্ন নামী সংস্থার প্যাকেজিং নকল করে তৈরি করা হয়েছে এবং এতে থাকা কিউআর কোডও ভুয়ো। ফলে সাধারণ মানুষ ও চিকিৎসকরাও প্রতারণার শিকার হচ্ছেন। এই চাঞ্চল্যকর ঘটনার জাল কতদূর বিস্তৃত, কারা এর সঙ্গে জড়িত, এবং কীভাবে এই কারবার পরিচালিত হচ্ছে—এসব খতিয়ে দেখতেই রাজ্য ড্রাগ কন্ট্রোল আদালতে আবেদন জানায়। উলুবেড়িয়া এসিজেএম (Uluberia ACJM) আদালত সেই আবেদন মঞ্জুর করে এবং সিআইডি (CID) এবং রাজ্য ড্রাগ কন্ট্রোলকে যৌথভাবে তদন্তের নির্দেশ দেয়।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, জাল ওষুধ কারবারটি শুধুমাত্র একটি ছোট চক্রের কাজ নয়, বরং এর পেছনে বড় মাফিয়াদের (Drug Mafia) যোগ থাকতে পারে। মূলত ওষুধের কিউআর কোড জাল করে (QR Code Forgery) আসল ওষুধের মতোই দেখতে তৈরি করা হচ্ছে ভুয়ো ওষুধ, যা বাজারে আসল পণ্যের দামে বিক্রি করা হচ্ছে। এতে সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর (Health Department) একাধিক ওষুধের মান পরীক্ষা করে কিছু ওষুধ নিষিদ্ধ ঘোষণা করেছে। তারই মধ্যে জাল ও নকল ওষুধ (Counterfeit Medicine) ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভুয়ো ওষুধ (Fake Medicine) শরীরে প্রত্যাশিত প্রতিক্রিয়া দেখায় না, বরং বিপজ্জনক পার্শ্বপ্রতিক্রিয়া (Adverse Effect) সৃষ্টি করতে পারে। তাই সরকার এই ধরনের ঘটনা রোধে কড়া ব্যবস্থা নিতে চলেছে। সিআইডি-র তদন্তে এই চক্রের মূল পান্ডাদের নাম উঠে আসে কি না, সেটাই এখন দেখার।
নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/p/1FQ4wPRwcV/