নিউজ পোল ব্যুরো: হাওড়ার (Howarh) বেলগাছিয়া ভাগাড় এলাকায় জলসংকট মেটানোর চেষ্টা করতে গিয়ে সামনে এল আরও ভয়ঙ্কর এক বিপদ। ভূবিজ্ঞানীরা (Geologists) জানাচ্ছেন, ওই এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা ও পশুপাখির মৃতদেহের কারণে মাটির গঠন বিপজ্জনক হয়ে উঠেছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে, ভূগর্ভে (Subsurface) বিপুল পরিমাণ মিথেন গ্যাস (Methane Gas) তৈরি হচ্ছে, যা ধসের (Land Subsidence) কারণ হয়ে উঠতে পারে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল, এই গ্যাসের সঙ্গে মিশছে গঙ্গার জল (Ganga Water), যা পুরো এলাকাকে ভয়ঙ্কর বিপদের মুখে ঠেলে দিচ্ছে।
আরও পড়ুন: Balurghat Municipality: উৎসবের রঙে বালুরঘাট পৌরসভা, ৭৫ বছরের উদযাপন
উল্লেখ্য, বেলগাছিয়া ভাগাড় এলাকায় আকস্মিক ধস নামে (Land Collapse)। এই ধসের ফলে শিবপুর (Shibpur) ও উত্তর হাওড়া (Howrah) কেন্দ্রের জল সরবরাহের (Water Supply) মূল পাইপলাইন ফেটে যায়, ফলে কয়েক হাজার বাসিন্দা (Residents) জল সংকটে পড়েন। শুধু তাই নয়, প্রায় দেড় বর্গ কিলোমিটার এলাকাজুড়ে রাস্তায় ফাটল (Cracks) দেখা দেয়, এমনকি আশেপাশের বহু বাড়িতেও ফাটল দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের তরফ থেকে তাদের পাশের কিছু স্কুলে (Relief Camp) আশ্রয় নিতে বলা হয়। ইতিমধ্যেই ১৮টি ক্ষতিগ্রস্ত পরিবারের ৩৫০ জন সদস্যকে একটি স্কুলে সরিয়ে নেওয়া হয়েছে। তাছাড়া, পানীয় জলের সংকট কাটাতে প্রশাসন ট্যাঙ্কারের (Water Tanker) মাধ্যমে এলাকাবাসীকে জল সরবরাহ করছে।
ভূবিজ্ঞানীরা জানাচ্ছেন, বেলগাছিয়া ভাগাড় এলাকায় বছরের পর বছর ধরে আবর্জনা (Garbage) ও পশুপাখির মৃতদেহ জমা হওয়ায় মাটির স্বাভাবিক শোষণ ক্ষমতা প্রায় শেষ হয়ে গিয়েছে। ফলে জমে থাকা মৃতদেহের তরল মাটির গভীরে প্রবেশ করতে পারছে না। এর ফলে ভূগর্ভের মাটি ফেঁপে উঠেছে (Soil Expansion), যার কারণে সেখানে মিথেন গ্যাস তৈরি হচ্ছে। ।এমন ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নিচ্ছে। রবিবার সকালে ঘটনাস্থলে তদন্তের জন্য রাজ্যের দু’টি বিশেষজ্ঞ দল (Expert Teams) পৌঁছায়। তদন্তের পর সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জেলাশাসকের (District Magistrate) বাংলোতে গিয়ে বৈঠক করবেন। বিকেল সাড়ে তিনটা থেকে চারটের মধ্যে সাংবাদিক বৈঠক (Press Conference) করে পরবর্তী পদক্ষেপের ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।
ভূবিজ্ঞানীরা পরামর্শ দিচ্ছেন যে, অবিলম্বে মাটির নিচে গহ্বর (Cavity) তৈরি করে মিথেন গ্যাস নিষ্কাশনের ব্যবস্থা (Gas Extraction) করতে হবে। তা না হলে যে কোনও সময় বড় ধরনের ধস নামতে পারে এবং বিপুল ক্ষয়ক্ষতি হতে পারে। পাশাপাশি, ভাগাড় এলাকার জমি ব্যবস্থাপনায় (Land Management) আমূল পরিবর্তন আনতে হবে, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি না হয়।
নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/p/157irP9pWg/