Ranbir Kapoor: আলিয়া নয়, দীপিকাই ছিল রণবীরের জীবনে সত্যিকারের প্রেম!

পেজ 3

নিউজ পোল ব্যুরো: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor) যখন ২০০৭ সালে সঞ্জয় লীলা বনশালির (Sanjay Leela Bhansali) ছবি সাওয়ারিয়া (Saawariya) দিয়ে অভিষেক করেন। সেইসময় কেউ ভাবেনি যে তিনি এত দ্রুত বলিউডের হার্টথ্রব হয়ে উঠবেন। প্রথম ছবিটি বক্স অফিসে সাফল্য না পেলেও, রণবীরের চকলেট বয় ইমেজ (Chocolate Boy Image) দর্শকদের মনে ঝড় তোলে। এরপর একের পর এক ছবির মাধ্যমে তিনি বলিউডের নতুন পোস্টার বয় (Poster Boy) হয়ে ওঠেন। তবে তার ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনও বারবার শিরোনামে এসেছে। বলিউডের বহু অভিনেত্রীর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন চাউর হয়েছে। প্রথমে সোনম কাপুর (Sonam Kapoor), তারপর দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), নার্গিস ফখরি (Nargis Fakhri)—একাধিক তারকার সঙ্গে তার নাম জড়িয়েছে। তবে সব প্রেমের গুঞ্জনকে ছাপিয়ে শেষমেশ আলিয়া ভাটের (Alia Bhatt) সঙ্গে গাঁটছড়া বাঁধেন রণবীর। বর্তমানে কন্যাসন্তানকে নিয়ে সুখের সংসার করছেন এই তারকা দম্পতি।

আরও পড়ুন:- Ranbir-Alia: দ্বিতীয় সন্তান নিয়ে মুখ খুললেন রণবীর আলিয়া!

কিন্তু রণবীরের (Ranbir Kapoor) এই দীর্ঘ প্রেমের ইতিহাসকে একেবারেই মানতে নারাজ ছিল তার মা নীতু কাপুর (Neetu Kapoor)। তার দাবি, রণবীরের জীবনে একমাত্র প্রেমিকা ছিলেন দীপিকা পাড়ুকোন! একটি সাক্ষাৎকারে নীতু কাপুর স্পষ্ট জানান, রণবীর কাপুরের প্লেবয় ইমেজ (Playboy Image) আসলে ভুল ধারণা মাত্র। তার কথায়, “রণবীর কখনোই একাধিক সম্পর্কে ছিল না। তার জীবনে শুধু একজনই সত্যিকারের প্রেমিকা ছিল, আর সে হলো দীপিকা।” দীপিকা পাড়ুকোন একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন যে রণবীর এই সম্পর্কে কখনোই সিরিয়াস ছিলেন না (Not Serious in Relationship)। তিনি নাকি দীপিকাকে ঠকিয়েছিলেন (Cheating Allegation)। দীপিকার এই অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছিল গোটা বলিউড।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

কিন্তু নীতু কাপুরের মতে, পুরো ব্যাপারটা অন্যরকম। তার বক্তব্য, “রণবীর সম্পর্কে থাকাকালীন একটু স্পেস (Space) চাইছিল, একটু প্রাইভেসি (Privacy) চাইছিল। কিন্তু দীপিকা সেটা দিতে পারেনি। সে সব সময়ই রণবীরকে ঘিরে থাকতে চেয়েছিল। এটা রণবীরের জন্য খুবই ক্লান্তিকর হয়ে উঠেছিল। এই কারণেই হয়তো সে সম্পর্কটা থেকে বেরিয়ে আসে।” রণবীর ও দীপিকার সম্পর্ক এক সময় বলিউডের অন্যতম চর্চিত বিষয় ছিল। এই জুটির কেমিস্ট্রি (Chemistry) দর্শকদেরও বেশ প্রিয় ছিল। তবে ব্যক্তিগত জীবনে মিল না হওয়ার কারণে তারা আলাদা হয়ে যান। দীপিকা পরে রণবীর সিংয়ের (Ranveer Singh) সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং ২০১৮ সালে বিয়ে করেন। অন্যদিকে, রণবীর দীর্ঘদিন ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে থাকার পর শেষমেশ আলিয়া ভাটের সঙ্গে সংসার পাতেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

অনেকেই মনে করেন, নীতু কাপুরের এই বক্তব্য রণবীরের (Ranbir Kapoor) অতীত সম্পর্কের সত্যতা ঢাকার চেষ্টা। কারণ রণবীরের প্রেমের গুঞ্জন বহুবার সংবাদমাধ্যমে এসেছে। ক্যাটরিনা কাইফের সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিল, যা শেষ পর্যন্ত ভেঙে যায়। এরপর নার্গিস ফখরির সঙ্গেও তার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু নীতুর যুক্তি অনুযায়ী, এসব কিছুই শুধুই গুজব। রণবীর কাপুর কখনো প্লেবয় ছিলেন না, বরং তিনি শুধুমাত্র দীপিকার সঙ্গেই সিরিয়াস সম্পর্কে ছিলে