নিউজ পোল ব্যুরো: রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে রবিবার শহরে অনুষ্ঠিত হলো “রান ফর রায়গঞ্জ” (Run for Raiganj)। সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই দৌড় প্রতিযোগিতা (Raiganj Marathon) ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন রায়গঞ্জের উদয়পুর (Udaypur) থেকে দৌড় শুরু হয়। দৌড়বিদরা শহরের বিদ্রোহী মোড় (Bidrohi More) ঘুরে পুনরায় উদয়ন ক্লাব ময়দানে (Udayan Club Ground) ফিরে আসেন। দৌড়ে অংশগ্রহণকারীদের মধ্যে কুশী-লব (Kushi-Lava)-রা ছিলেন অন্যতম আকর্ষণ।
আরও পড়ুন:- Balurghat Municipality: উৎসবের রঙে বালুরঘাট পৌরসভা, ৭৫ বছরের উদযাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। তিনি অনুরাগীদের সঙ্গে ছবি তোলার জন্য নিজে থেকেই আগ্রহ দেখান। ভক্তদের মুঠোফোনে (Mobile Phone) ছবি তুলে ফেরত দেন তিনি, যা তার ভক্তদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে। প্রাক্তন ভারতীয় ফুটবলার বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia) রোড শো-এ অংশ নেন। তার সঙ্গে হাত মেলানোর জন্য রায়গঞ্জবাসীর আগ্রহ ছিল চোখে পড়ার (Raiganj Marathon) মতো। তার উপস্থিতি ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করে। উদয়ন ক্লাব ময়দানের অনুষ্ঠান মঞ্চে (Stage) নাচ-গানের এক বিশেষ আয়োজন ছিল। এ আর রহমান (A.R. Rahman)-এর গাওয়া “জয় হো” (Jai Ho) গানের সঙ্গে চিয়ার লিডারদের (Cheer Leaders) আদলে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। বিভিন্ন গানের তালে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা দর্শকদের আকর্ষণ করে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

দৌড় প্রতিযোগিতা (Raiganj Marathon) শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া, টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, জেলা শাসক অরবিন্দ কুমার মীনা (Arvind Kumar Meena), মহকুমা শাসক কিংশুক মাইতি (Kingshuk Maiti), রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani), পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস (Sandeep Biswas) সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রায়গঞ্জবাসীর উচ্ছ্বাস ও অংশগ্রহণ “রান ফর রায়গঞ্জ”-কে (Run for Raiganj) আরও স্মরণীয় করে তোলে। পরিবেশ সংরক্ষণের বার্তা দিতে এমন উদ্যোগ ভবিষ্যতেও আরও বড় পরিসরে আয়োজন করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT