Sunday Weather: কলকাতায় ঝোড়ো হাওয়া-বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি!

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: পাহাড় থেকে সমতল— সর্বত্রই আবহাওয়ার নাটকীয় পরিবর্তন (Sunday Weather) লক্ষ করা যাচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি (Storm & Rain)। শনিবার সকাল থেকেই দার্জিলিং, কালিম্পং-সহ শৈলশহরগুলিতে কালো মেঘ (Dark Cloud) জমতে শুরু করেছে। কিছু কিছু এলাকায় শুরু হয়ে গিয়েছে টিপটিপ বৃষ্টি, আর কোথাও কোথাও দেখা মিলেছে বজ্রবিদ্যুৎ-সহ ঝমঝমিয়ে বৃষ্টির (Thunderstorm & Heavy Rain)। শুধু পাহাড় নয়, সমতলেও মিলছে একই ছবি। দক্ষিণবঙ্গের পাশাপাশি এবার উত্তরবঙ্গও কালবৈশাখীর (Nor’wester) দাপটে নাজেহাল হতে চলেছে।

আরও পড়ুন:- Weather Update Today: তাপপ্রবাহের কবলে একাধিক জেলা!

আবহাওয়া দপ্তর (IMD – India Meteorological Department) জানিয়েছে, আগামী ৪-৫ দিন উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত (Moderate Rain) হবে। তবে এই সাময়িক বৃষ্টির পরই ফের তাপমাত্রা বৃদ্ধি (Temperature Rise) পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), জলপাইগুড়ি (Jalpaiguri), আলিপুরদুয়ার (Alipurduar) এবং কোচবিহার (Cooch Behar)— এই পাঁচটি জেলায় ঝড়বৃষ্টির প্রভাব বেশি পড়বে। হাওয়া অফিস (Weather Office) জানিয়েছে, রবিবার থেকে উত্তরবঙ্গে ঝড়ো হাওয়া (Strong Winds) বইতে পারে। ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার (Sunday Weather) বেগে বাতাস বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের (Heavy Rain with Thunderstorm) সম্ভাবনাও রয়েছে। এই কারণে আবহাওয়া দপ্তর একাধিক জেলায় হলুদ (Yellow Alert) ও কমলা সতর্কতা (Orange Alert) জারি করেছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

শুধু উত্তরবঙ্গই নয়, এই দুর্যোগের প্রভাব দক্ষিণবঙ্গেও (South Bengal) পড়তে চলেছে। রবিবারের মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর (East & West Midnapore), উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা (North & South 24 Parganas)-সহ একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি (Scattered Rain) হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী (Coastal) এলাকাগুলিতে ঝড়ো হাওয়ার গতিবেগ বেশি থাকবে। দক্ষিণবঙ্গে সোমবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আজ রবিবার (Sunday Weather) পুরুলিয়া (Purulia) এবং দুই মেদিনীপুরে (East & West Midnapore) প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া (Strong Gusty Wind) বইতে পারে, পাশাপাশি হতে পারে শিলা বৃষ্টি (Hailstorm)। ফলে কৃষকদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT