নিউজ পোল ব্যুরো: খুশির ঈদ। আর ঈদ উপলক্ষে বাইরের কর্মক্ষেত্র থেকে ঘরে ফিরছেন অনেকেই । তবে বাড়ি ফেরার আগে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন বন্ধুর। ঈদ উপলক্ষে ভিন রাজ্য থেকে আসা বন্ধুকে স্টেশন থেকে নিয়ে ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই দুর্ঘটনায় (Accident) শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।
আরও পড়ুন: Water Crisis: জলেই ডায়রিয়া! কী বলছেন স্থানীয়রা?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদহের বৈষ্ণবনগর থানা এলাকার ১৮ মাইলে দুর্ঘটনাটি ঘটেছে। ফরাক্কা থেকে বাইকে চেপে মেহেরাপুর যাওয়ার পথে জাতীয় সড়কের ওপরেই রবিবার সকালে ঘটনাটি ঘটে। মৃত যুবকদের নাম সাবির আলম (২৪), রমজান শেখ (১৯) এবং সাদিকাতুল ইসলাম (২০) বছর। তিনজনেরই বাড়ি মোথাবাড়ি থানা এলাকার মেহেরপুরের নতুন পুরে। মৃত ওই যুবকদের পরিবার সূত্রে খবর, সাবির পরিযায়ী শ্রমিকের কাজ করে। সেই সূত্রেই সে কেরলে কাজে গিয়েছিল। সামনেই ঈদ তাই তিনদিন আগে সে ট্রেনে চাপে বাড়ি ফেরার জন্য। আজ সকালে তার দুই বন্ধু একটি বাইক নিয়ে ফরাক্কা স্টেশন থেকে আনতে যায়। কিন্তু বাড়ি ফেরার পথে একটি লরি তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। ঘটনার জেরে ঈদের আগেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
দেহগুলি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এই দুর্ঘটনার পর রাজ্যে পথ সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। রাজ্যজুড়ে এইরকম দুর্ঘটনা একাধিকবার ঘটলেও কেন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন সেই নিয়ম প্রশ্ন তুলেছেন অনেকেই। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে তিনজনের মৃত্যুর সঙ্গে সঙ্গেই গাড়িটিও দুমড়ে গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা (accident) ঘটেছে। তবে আসল কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।