SRH vs RR: জমজমাট আইপিএল ২০২৫ -এর প্রথম রবিবার

আইপিএল ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: শনিবার কলকাতায় বৃষ্টির ভ্রুকুটি উড়িয়ে জমজমাট শুরু হয়েছে আইপিএলের ১৮তম সংস্করণের (IPL 2025)। হাইভোল্টেজ উদ্বোধনী ম্যাচে আরসিবি ঝড়ে উড়ে গিয়েছে কেকেআর (KKR vs RCB)। এবার রবিবার পালা এই মরশুমের প্রথম ডবল হেডারের (IPL Double Header)। প্রথমে দুপুর ৩:৩০ মিনিট থেকে নিজেদের ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস (RR)-এর (SRH vs RR)। তার পরেই সন্ধ্যায় চিপকে মেগা ক্ল্যাশ — চেন্নাই সুপার কিংস বনাম মুম্ব‌ই ইন্ডিয়ান্স (CSK vs MI)। যে মহারণ দেখার জন্য মুখিয়ে রয়েছে দেশ-বিদেশের কোটি কোটি ক্রিকেট প্রেমী।

আর‌ও পড়ুন: KKR vs RCB: কলকাতার বুকে আরসিবি থুড়ি ‘কোহলি’ ঝড়

সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস (SRH vs RR):

ম্যাচ শুরুর সময়: দুপুর ৩:৩০ মিনিট

গত আইপিএলে ব্যাট হাতে রীতিমত হত্যালীলা চালিয়েছেন হায়দ্রাবাদের দুই ওপেনার অভিষেক শর্মা এবং অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড। বিশেষত স্পিন বোলিংকে ধ্বংস করে দিয়েছিলেন এই দুই ব্যাটার। ১৬১.৪৩ ছিল স্পিনের বিরুদ্ধে এস‌আর‌এইচের স্ট্রাইক রেট! যা কোন এক মরশুমে সর্বোচ্চ। তবে শুধু স্পিন নয়। পেসের বিরুদ্ধে‌ও সমান ভয়ংকর হায়দ্রাবাদ। আর হেড, অভিষেক ছাড়াও একের পর এক হার্ড হিটার রয়েছে হায়দ্রাবাদ দলে — ইশান কিষাণ, হেনরিক ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি। প্র্যাকটিস ম্যাচে প্রাক্তন মুম্ব‌ই ইন্ডিয়ান্স উইকেট রক্ষক ব্যাটার ইশান কিষাণের যে বিধ্বংসী রূপ দেখা গেছে তাতে চলতি মরশুমেও হায়দ্রাবাদের টপ টু মিডল অর্ডার বিপক্ষ শিবিরে ভয় ধরাতে যথেষ্ট (SRH vs RR)।

গতবার কাপ আসেনি। ফাইনালে হারতে হয়েছিল কেকেআরের কাছে। এবার আর সেই দূরত্ব রাখতে চাইনা কাব্য মারাণের দল। ‌এবারে আরও অনেক বেশি শক্তিশালী হায়দ্রাবাদ। প্যাট কামিন্সের অধিনায়কত্বে হায়দ্রাবাদের মূল নীতি ব্যাটিংয়ে যত সম্ভব রান তোলো। পাওয়ার প্লেতেই ভেঙে-গুঁড়িয়ে দাও বিপক্ষের মনোবল। ম্যাচ আগের সাংবাদিক সম্মেলনে এক‌ই কথা বলে গেলেন হেড কোচ ড্যানিয়েল ভেত্তোরি‌ও। প্রাক্তন কিউয়ি অধিনায়ক বলেন, “দলকে বলবো শুধুমাত্র ৩০০ রান খেয়ে বসোনা বরং ৩০০ রান করো।“ কোচের কথাতেই স্পষ্ট বড় রানের লক্ষ্য নিয়েই খেলতে নামবে তাঁর দল। এমনিতেই আইপিএল এখন বোলারদের বধ্যভূমি। হাইরোড মার্কা উইকেটে ৪-৬ -এর বন্যা বয়ে যায়। তবে এবারে মহম্মদ শামি, গতবারের পার্পল ক্যাপ উইনার হর্ষল প্যাটেলের মত ডেথ ওভার স্পেশালিস্টকে দলে নিয়েছে হায়দ্রাবাদ। ফলে তাদের বোলিং ইউনিট‌ও যথেষ্ট শক্তিশালী। নজর থাকবে মধ্যপ্রদেশে তরুণ তুর্কী অনিকেত ভার্মার দিকেও। হাতে বড় শটের পাশাপাশি বল হাতে তাঁর মিডিয়াম পেস‌ও নজর কেড়েছে ঘরোয়া ক্রিকেটে।

এবার আসা যাক রাজস্থান রয়্যালসের দিকে (SRH vs RR)। গত কয়েক বছর ধরে ভাল পারফর্ম করলেও কাপ আসেনি গোলাপী শহরে। হায়দ্রাবাদের মত শুধু ব্যাটিং নির্ভর নয় সঞ্জু স্যামসনের দল। বরং গত আইপিএলে গড়ের দিক দিয়ে পাওয়ার প্লেতে সবথেকে সেরা দল ছিল তারাই। প্রথম ছয় ওভারে তাদের বোলিং গড় ছিল ২৭.৪৮ এবং ইোনমি রেটে ৮.২৪। এবারে হায়দ্রাবাদ থেকেই দুই টি-২০ অভিজ্ঞ বোলারকে দলে নিয়েছে তারা। একজন বাঁহাতি আফগান পেসার ফজলহক ফারুকী এবং অন্যজন শ্রীলঙ্কার লেগ স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারঙ্গা। টি-২০ দুনিয়াই দুজনেই সফল নাম। সঙ্গে থাকছেন ইংলিশ পেসার জোফ্রা। যদিও একসময় তাঁর ইয়র্কার ভয় ধরালেন এখন আর পুরনো ছন্দে নেই তিনি। ব্যাটিংয়ে যশস্বী, সঞ্জুর পাশাপাশি এবারে মিডল অর্ডারে কেকেআর থেকে এসেছেন নিতীশ রানা। তবে প্রথম তিন ম্যাচে রাজস্থানকে নেতৃত্ব দেবেন রিয়ান পরাগ। আঙুলের চোট পুরোপুরি না সারায় উইকেট কিপিং করতে পারবেন না সঞ্জু। সেই কারণে তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করতে পারে রাজস্থান কর্তৃপক্ষ।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেল লিংক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

সম্ভাব্য প্রথম একাদশ:

সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH vs RR): অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ইশান কিষাণ, নিতীশ রেড্ডি, হেনরিক ক্লাসেন (উইকেট রক্ষক), অভিনব মনোহর, শচীন বেবি/ অনিকেত ভার্মা, প্যাট কামিন্স (অধিনায়ক), হর্ষল প্যাটেল, মহম্মদ শামি, জয়দেব উনাদকাট, অ্যাডাম জাম্পা।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

রাজস্থান রয়্যালস (SRH vs RR): যশস্বী জয়স‌ওয়াল, সঞ্জু স্যামসন, নিতীশ রানা, রিয়ান পরাগ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল (উইকেট রক্ষক), শুভম দুবে, ওয়ানিন্দু হাসারঙ্গা, জোফ্রা আর্চার, তুষার দেশপান্ডে, সন্দীপ শর্মা, ফজলহক ফারুকী।