নিউজ পোল ব্যুরো: বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার (Social Media) ব্যবহার দিন দিন বাড়ছে। আট থেকে আশি, প্রায় সবাই আজকাল স্মার্টফোনে (Smartphone) আসক্ত। দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝেও মানুষ ফেসবুক (Facebook), হোয়াটসঅ্যাপ (WhatsApp), ইনস্টাগ্রাম (Instagram)-এ সময় কাটান। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর মধ্যে সংযোগ বৃদ্ধি করতেই মেটা (Meta) নিয়ে এসেছে নতুন এক চমকপ্রদ ফিচার (Feature)। এবার হোয়াটসঅ্যাপে সরাসরি লিঙ্ক করা যাবে ইনস্টাগ্রাম (WhatsApp-Instagram)প্রোফাইল! আমরা আগেই দেখেছি যে, ইনস্টাগ্রাম ও ফেসবুক একে অপরের সঙ্গে সংযুক্ত (Link) করা যায়, যা ব্যবহারকারীদের জন্য বেশ সুবিধাজনক হয়েছিল। এবার সেই সুবিধাই পাওয়া যাবে হোয়াটসঅ্যাপে। এই নতুন ফিচারের মাধ্যমে (New Feature) আপনি চাইলে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলকে হোয়াটসঅ্যাপে যুক্ত (Add) করতে পারবেন। এর ফলে, যাদের কাছে আপনার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, তারা সরাসরি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলেও (Instagram Profile) চলে যেতে পারবেন।
আরও পড়ুন:- UPI number deactivation: ১লা এপ্রিল থেকে কিছু UPI নম্বর বন্ধ! সতর্ক থাকুন!
এই ফিচারটি ব্যবহারের পদ্ধতি বেশ সহজ। জানা যাচ্ছে, হোয়াটসঅ্যাপের প্রোফাইল সেকশনে (Profile Section) ব্যবহারকারীর নাম এবং প্রোফাইল ছবির পাশে ইনস্টাগ্রামের লিঙ্ক (Instagram Link) যুক্ত করার অপশন থাকবে। যেভাবে ইনস্টাগ্রাম লিঙ্ক করতে পারবেন—
১) হোয়াটসঅ্যাপ ওপেন করুন এবং প্রোফাইল সেটিংসে যান।
২) প্রোফাইল ছবির পাশেই নতুন অপশন দেখতে পাবেন— ‘Add Instagram Link’।
৩) সেখানে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলের ইউজারনেম (Username) লিখে কনফার্ম করুন।
৪) হয়ে গেল! এখন থেকে নির্দিষ্ট ব্যক্তিরা আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল দেখতে পারবেন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
এই নতুন ফিচারের ফলে অনেকেই ভাবতে পারেন, এতে কি ব্যক্তিগত নিরাপত্তা (Privacy) বিঘ্নিত হবে? না, মেটা সেই বিষয়টিও বিবেচনা করেছে। অন্যান্য ফিচারের মতোই এখানে থাকবে কাস্টম প্রাইভেসি সেটিংস (Custom Privacy Settings)। আপনি চাইলে ঠিক করতে পারবেন—
১) Everyone: সকলেই আপনার ইনস্টাগ্রাম লিঙ্ক দেখতে পাবে।
২) My Contacts: শুধুমাত্র আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকা ব্যক্তিরাই দেখতে পাবেন।
৩) My Contacts Except: আপনি যাদের বাদ দিতে চান, তারা লিঙ্ক দেখতে পাবেন না।
৪) Only Me: শুধু আপনিই নিজের ইনস্টাগ্রাম লিঙ্ক দেখতে পারবেন।
এতে ব্যবহারকারীদের ব্যক্তিগত নিরাপত্তা বজায় থাকবে এবং কেবল পছন্দের ব্যক্তির সঙ্গেই ইনস্টাগ্রাম শেয়ার করা যাবে। জানা গিয়েছে, বর্তমানে পরীক্ষামূলকভাবে (Beta Testing) কিছু ব্যবহারকারীদের জন্য এই ফিচার চালু করা হয়েছে। সফলভাবে পরীক্ষার পর এটি বিশ্বব্যাপী (Global Rollout) চালু করা হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT