Doctors Killed: মহাকাল দর্শনে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ২ চিকিৎসক, আহত ৪

দেশ

নিউজ পোল ব্যুরো: ভয়াবহ এবং মর্মান্তিক দুর্ঘটনা। রবিবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) শিবপুরী জেলায় একটি মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় দুই চিকিৎসকের মৃত্যু হয়েছে (Doctors Killed)। ওই দুর্ঘটনাতেই আরও চারজন চিকিৎসক আহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে, কোলারাস থানার অন্তর্গত লুকওয়াসা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি অযোধ্যা থেকে উজ্জয়িনী যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। পুলিশের সাব-ডিভিশনার অফিসার কর্মকর্তা (SDOP) বিজয় যাদব বলেন, “সকাল সাড়ে ৭টার দিকে কোলারাস থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তিনি জানিয়েছেন, দুর্ঘটনায় চিকিৎসক তন্বী আচার্য (৫০) ঘটনাস্থলেই মারা যান, আর নীলম পণ্ডিতের (৫৫) হাসপাতালে মৃত্যু হয়। পুলিশ আরও জানিয়েছে, “চিকিৎসকদের একটি দলকে বহনকারী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালভার্টে ধাক্কা খায়। দুর্ঘটনায় একজন মহিলা চিকিৎসক ঘটনাস্থলেই মারা যান, আর আরেকজন মহিলা চিকিৎসক জেলা হাসপাতালে মারা যান। আহত আরও চারজন চিকিৎসক স্থিতিশীল অবস্থায় আছেন।” আহতদের মধ্যে রয়েছেন মুম্বইয়ের দাদরের বাসিন্দা উদয় জোশী (৬৪) এবং তাঁর স্ত্রী সীমা জোশী (৫৯), পালঘর জেলার ভাসাইয়ের বাসিন্দা সুবোধ পণ্ডিত (৬২) এবং থানে জেলার ভিওয়ান্ডির বাসিন্দা অতুল আচার্য (৫৫)। তারা শিবপুরীর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে এসডিওপি যাদব জানিয়েছেন।

আরও পড়ুনঃ TMC: ইফতার নিয়ে তৃণমূলের অন্দরমহলে বিতর্ক, অসন্তুষ্ট কর্মীরা!

পুলিশ সূত্রে খবর, মৃত ও আহত সকলেই মহারাষ্ট্রের বাসিন্দা। তাঁরা তীর্থযাত্রায় গিয়েছিলেন। তাঁরা প্রায় ১৫ দিন আগে উত্তর প্রদেশের ধর্মীয় স্থান পরিদর্শনের জন্য তাদের যাত্রা শুরু করেছিলেন। অযোধ্যার রাম মন্দির (Ram Temple) দর্শন শেষে, সকলে মহাকাল (Mahakal Darshan) দর্শনের জন্য উজ্জয়িনীর দিকে যাচ্ছিল। রবিবার সকাল ৮:৩০ নাগাদ লুকওয়াসা গ্রামের কাছে যিনি গাড়িটি চালাচ্ছিলেন অতুল আচার্য ঘুমিয়ে পড়েন, যার ফলে দুর্ঘটনা ঘটে বলেই জানিয়েছে পুলিশ। গাড়িটি চার লেনের হাইওয়েতে একটি কালভার্টে ধাক্কা খায়, এতে তাৎক্ষণিকভাবে তন্বী আচার্যের মৃত্যু (Doctors Killed) হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।