বিশ্বদীপ ব্যানার্জি: ২০০৮ সালের ভারত বনাম অস্ট্রেলিয়া, সিডনি টেস্ট ভুলে যাওয়া কোনও ক্রিকেটপ্রেমীর পক্ষেই সম্ভব নয়। ঘটনাবহুল এই ম্যাচে যে ঘটনা বাকি সবকিছুকে ছাপিয়ে গিয়েছিল তা হল হরভজন সিংয়ের (Harbhajan Singh) বিরুদ্ধে অজি ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডসকে (Andrew Symonds) বর্ণবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ। ১৭ বছর আরও একবার একই অভিযোগে অভিযুক্ত হলেন টার্বুনেটর। যার জেরে তিনি আইপিএল থেকে বাদ পড়তে পারেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ MS Dhoni : থালা তুসি গ্রেট হো, তোফা কবুল করো
২০০৮ -এর কুখ্যাত সিডনি টেস্টে হরভজন ছিলেন জাতীয় দলের ক্রিকেটার। অভিযোগ, প্রয়াত অজি তারকা সাইমন্ডসকে তিনি ‘মাঙ্কি’ অর্থাৎ ‘বাঁদর’ বলেছিলেন। যা রীতিমত বর্ণবিদ্বেষী মন্তব্য। যদিও এই অভিযোগ অস্বীকার করেছিলেন তবু তারপরও শাস্তির মুখে পড়তে হয় ভাজ্জিকে। এবারে অবশ্য ক্রিকেটার নয়, ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন তিনি। আর রবিবার ধারাভাষ্য দিতে গিয়েই ক্যারিবিয়ান বংশোদ্ভূত ইংল্যান্ডের বোলার জোফ্রা আর্চারকে (Jofra Archer) ‘কালো ট্যাক্সি’র সঙ্গে তুলনা করলেন হরভজন (Harbhajan Singh)।

এবারের আইপিএলে (IPL 2025) রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন জোফ্রা আর্চার। রবিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ৪ ওভারে ৭৬ রান দিয়ে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান বিলানোর নজির গড়েছেন তিনি। এসময় ধারাভাষ্য দিতে গিয়ে গিয়ে ভাজ্জি বলেন, “লন্ডনে কালো ট্যাক্সির মিটার চড়চড় করে বাড়ে। এখানে তেমনিই আর্চারের মিটারও চড়চড় করে বাড়ছে।” প্রাক্তন ভারতীয় স্পিনারের এহেন মন্তব্যের পরই বিতর্কের ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে। নেটিজেনদের দাবি, অবিলম্বে এই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে হরভজনকে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
উল্লেখ্য, এবারের আইপিএল ধারাভাষ্যকারদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ইরফান পাঠানকে। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডারের বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্যক্তিগত রাগ থেকে বিভিন্ন ক্রিকেটারকে আক্রমণ করেন ধারাভাষ্য দেওয়ার সময়। মনে করা হচ্ছে, এবার হয়ত হরভজনের পালা। রাজস্থান রয়্যালসের তরফ থেকে যদি কোনও অভিযোগ করা হয় সেক্ষেত্রে হয়ত ধারাভাষ্যকারের তালিকা থেকে বাদ পড়তেই পারেন হরভজন (Harbhajan Singh)। যদিও বিসিসিআই বা খোদ হরভজন এখনও পর্যন্ত উক্ত বিষয়ে মুখ খোলেননি।