Photography: নগ্নতা নাকি শিল্প? অ্যাথেনিয়া প্রদর্শনীতে এক অনন্য অভিজ্ঞতা

কলকাতা পেজ 3 শহর

নিউজ পোল ব্যুরো: সম্প্রতি দক্ষিণ কলকাতার টলিগঞ্জে (Tollyganj) অবস্থিত ‘Art Hive Art Gallery’-তে আয়োজন করা হয়েছিল এক চিত্র প্রদর্শনীর (Photography)। যার নাম ছিল অ্যাথেনিয়া (Athenea)। এই প্রদর্শনীতে (Photography Exhibition) প্রদর্শিত হয়েছিল ১৫টি বিশেষ ছবি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি সুবোধ সরকার, কলকাতা কর্পোরেশনের ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশিম কুমার বসু, নামী সংবাদপত্রের চিফ ফটোগ্রাফার পবিত্র দাস এবং সিনিয়র ফটোগ্রাফার জয়ন্ত সাহা সহ নানা বিশিষ্ট ব্যক্তি। এই প্রদর্শনীটি আয়োজিত হয়েছিল মডেল অ্যাথেনিয়া চক্রবর্তী (Athenea Chakraborty)-র ওপর ভিত্তি করে, যিনি ফটোগ্রাফির (Photography) জগতে একটি আলাদা পরিচিতি লাভ করেছেন।

আর‌ও পড়ুন: Maharashtra: মহারাষ্ট্রের সেরা পাহাড়ি শহরগুলো আপনার ভ্রমণ তালিকায় রাখুন

অ্যাথেনিয়া চক্রবর্তী (Athenea Chakraborty) জানান, তাঁর ১৭ বছরের ফটোগ্রাফির (Photography) যাত্রা শুরু হয়েছিল প্রতাপ দাশগুপ্তের সাথে। ২০০৭ সালে বাংলা একাডেমিতে প্রথম আলাপ হয় তাঁর এবং প্রতাপ দাশগুপ্তের। উপস্থিত ছিলেন কিংবদন্তী চিত্র পরিচালক সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) ও তাঁর পুত্র। সেখান থেকে শুরু হয় তাঁদের বন্ধুত্ব তারপর একসাথে কাজ করার পথচলা। তিনি আরও বলেন, অ্যাথেনিয়া (Athenea) নামটি গ্রীসের সৌন্দর্য দেবীর নাম, যা থেকে ‘Athens’ শহরের নাম এসেছে। ১৭ বছর ধরে প্রতাপ দাশগুপ্তর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁর জন্য অমূল্য।

এই প্রদর্শনীর মূল উদ্যোক্তা প্রতাপ দাশগুপ্ত জানান, “এই বছর আমার ফটোগ্রাফি ক্যারিয়ারের (Career) ৩০ বছর পূর্তি। এই দীর্ঘ সময়ে বহু নামকরা ব্যক্তির ছবি তুলেছি এবং একাধিক একক প্রদর্শনী আয়োজন করেছি। এবারের প্রদর্শনী ছিল আমার জীবনের বিশেষ এক মুহূর্ত।” তিনি আরও বলেন, “আমি ২৫০ জনের বেশি মডেলের সাথে কাজ করেছি এবং প্রতি ছবিতে নতুন কিছু খুঁজে বের করার চেষ্টা করেছি।”

এখানে বিশেষভাবে নজর কেড়ে নেয় বোল্ড ফটোগ্রাফি বা সেমি-নুড ফটোগ্রাফির প্রচলন। অ্যাথেনিয়া চক্রবর্তী (Athenea Chakraborty) বলেন, “বাঙালি মেয়ে হিসেবে আমি বিশ্বাস করি, শিল্পের মাঝে নারীর দেহ একটি ক্যানভাসের মতো। এটি কখনোই নগ্নতা নয় বরং শিল্পের এক অমূল্য রূপ।” তিনি আরো যোগ করেন, “ফটোগ্রাফিতে যখন নগ্নতার কথা আসে, তখন তাকে শিল্পের চোখে দেখা উচিত, যেখানে দেহ একটি সুন্দর মাধ্যম হয়ে ওঠে।”

প্রতাপ দাশগুপ্ত জানান, তাঁর ভবিষ্যত পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে একক প্রদর্শনী “যোগেন চৌধুরী” এবং “সৌমিত্র চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, মৃণাল সেন”-এর ওপর ছবি প্রদর্শনীর আয়োজন। তিনি তাঁর ৩০ বছরের ফটোগ্রাফি জীবনের সাফল্য সম্পর্কে বলেন, “এটা শুধু আমার একক প্রচেষ্টা নয়, এই শিল্পের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনেকেই আমাকে সহায়তা করেছেন।”

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এই প্রদর্শনীর মাধ্যমে ‘Art Give Art Gallery’একটি বিশেষ মুহূর্ত উদযাপন করেছে, যেখানে ফটোগ্রাফি, শিল্প এবং সংস্কৃতির মেলবন্ধন ঘটেছে।