নিউজ পোল বাংলা: দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট (Balurghat) শহরে টোটোযাত্রীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য ট্রাফিক পুলিশ (Traffic Police) আবারও অভিযান চালিয়েছে। সোমবার দুপুরে সদর ট্রাফিক পুলিশের আইসি (IC) অরুণ কুমার তামাংয়ের নেতৃত্বে পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এর মাধ্যমে তারা টোটো (Toto) চালকদের নির্দেশনা মানতে বাধ্য করতে চেয়েছে যাতে ডান দিক থেকে যাত্রী ওঠানো এবং নামানোর কার্যক্রম বন্ধ করা হয়।
আরও পড়ুন:Naihati: বিষাক্ত গ্যাস বিপর্যয়, অসুস্থ একাধিক
পুলিশ সূত্রে খবর, কিছুদিন আগে বালুরঘাট (Balurghat) শহরের সকল টোটো চালককে একটি নির্দেশ (Instructions) দেওয়া হয়েছিল। যেখানে তাদের বলা হয়েছিল যে, তারা যেন ডান দিক থেকে যাত্রী ওঠানো-নামানো না করেন। এই নিয়ম বাস্তবায়িত করতে পুলিশ টোটোর (Toto) ডান পাশের ওঠানামার অংশ আটকে রাখারও ব্যবস্থা গ্রহণ করেছিল। অনেক চালক এই নির্দেশ মেনে চললেও কিছু চালক এখনও নিয়ম ভাঙছেন এবং তাদের কারণে দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টি হচ্ছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
সোমবারের অভিযানে পুলিশ শহরের কিছু গুরুত্বপূর্ণ জায়গায় টোটোর ডান পাশের ওঠানামার জায়গাগুলো বন্ধ করে দেয়। ট্রাফিক পুলিশের আইসি অরুণ কুমার তামাং জানান, “দুর্ঘটনা প্রতিরোধের জন্য আমরা আগে থেকেই নির্দেশ দিয়েছিলাম, তবে কিছু চালক এখনও নিয়ম মানছেন না। তাই, আজ আমরা আবার অভিযান চালিয়ে ব্যবস্থা গ্রহণ করেছি।”
এছাড়া, বালুরঘাট (Balurghat) ট্রাফিক পুলিশের (Traffic Police)পক্ষ থেকে জানানো হয়েছে যে, যাত্রীদের সুরক্ষা মাথায় রেখে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে। তাদের উদ্দেশ্য হল, যাতে টোটো যাত্রীদের যাত্রা নিরাপদ হয় এবং দুর্ঘটনা কমানো যায়। পুলিশ এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে যাতে শহরের সড়কে নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং সকল চালকরা নিয়ম মেনে চলেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT