নিউজ পোল ব্যুরো: বীরভূম (Birbhum) জেলায় আবারও তাজা বোমা উদ্ধারের ঘটনা সামনে আসল। কীর্ণাহার (Kirnahar) থানার অন্তর্গত লাঙ্গলহাটা গ্রামে একটি পুকুরে (Pond) লুকিয়ে রাখা ছিল তাজা বোমা (Explosives)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কীর্ণাহার থানার পুলিশ সেগুলি উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই পুকুর থেকে প্রায় ১০টি তাজা বোমা রাখা ছিল। কে বা কারা এই বোমাগুলি রেখে গেছে এবং কী উদ্দেশ্যে সেগুলি পুকুরের জলে ফেলা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সাধারণত গ্রামাঞ্চলের মানুষ নিত্য প্রয়োজনীয় কাজের জন্য পুকুরের জল ব্যবহার করে। সেখানে তাজা বোমা উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, তাজা বোমাগুলি কোথা থেকে এলো এবং এর পিছনে কোনো বড় ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এরইমধ্যেই বোম স্কোয়াড- এ খবর দেওয়া হয়েছে, যাতে দ্রুত সেগুলো নিষ্ক্রিয় (Defuse) করা যায়। তদন্তকারী অফিসাররা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করছে। এভাবে একের পর এক বোমা উদ্ধারের ঘটনা সামনে আসায় প্রশ্ন উঠছে— বীরভূমে এত বোমা আসছে কোথা থেকে? এসব বিস্ফোরক কি কোনো বড় কোনো অপরাধমূলক চক্র (Criminal Network) বা রাজনৈতিক সংঘর্ষের (Political Violence) কারণে এলাকায় মজুত করা হচ্ছে? নাকি অন্য কোনো উদ্দেশ্যে? এই মুহূর্তে এটাই বড় প্রশ্ন। গ্রামের মানুষ প্রতিদিনই এই পুকুরের জল ব্যবহার করে। সেখানে যদি কোনোভাবে বোমা ফেটে যেত, তাহলে বড়সড় দুর্ঘটনা (Accident) ঘটতে পারত।
আরও পড়ুন: Python: অজগরের মাথায় টিউমার, সফল অস্ত্রোপচার
এই প্রথম নয়, এর আগেও বীরভূমের (Birbhum) বিভিন্ন এলাকায় বোমা উদ্ধার হয়েছে। তবে প্রশাসন (Administration) কেন এই সমস্যা পুরোপুরি দমন করতে পারছে না, সেটাও এক বড় প্রশ্ন। এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে এবং বীরভূমকে বোমামুক্ত (Bomb-Free) করতে কঠোর ব্যবস্থা নিতে হবে। পুলিশের তরফে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব বোমাগুলি নিষ্ক্রিয় করা হবে এবং তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/p/161V3t1V8s/