নিউজ পোল ব্যুরো: বিজেপি (BJP) নেতাদের কর্মসূচিতে তৃণমূলের (TMC) প্রতিবাদ ও বিক্ষোভ যেন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এবার খড়গপুরে (Kharagpur) রাস্তার উদ্বোধনে গিয়ে সেই পরিস্থিতির সম্মুখীন হলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানে বিক্ষোভের মুখে পড়ে তিনি যে বক্তব্য রেখেছিলেন, তা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তবে বিজেপি শিবিরে তাকে পূর্ণ সমর্থন জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার হলদিয়ায় (Haldia) বিজেপির এক বিশাল পদযাত্রা ও জনসভায় শুভেন্দু কড়া ভাষায় বলেন, “দিলীপদা তার এমপি ল্যাড (MP LAD) ফান্ডের রাস্তা উদ্বোধন করতে গিয়েছিলেন। সেখানে দু’জন মহিলা পাঠিয়ে বাধা দেওয়া হয়। তিনি যা বলেছেন, একদম ঠিক বলেছেন। আমরা সবাই তার পাশে আছি। এটা নিউটনের (Newton’s) তৃতীয় গতিসূত্র—প্রত্যেকটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।” এই সভায় উপস্থিত ছিলেন তমলুক (Tamluk) সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি মলয় সিনহা (Maloy Sinha) সহ একাধিক বিজেপি নেতা।
আরও পড়ুন:- TMC: ইফতার নিয়ে তৃণমূলের অন্দরমহলে বিতর্ক, অসন্তুষ্ট কর্মীরা!
রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির জনসংযোগ কর্মসূচি বা নেতা-নেত্রীদের সভায় বারবার তৃণমূল কর্মীদের বিক্ষোভ (Protest) দেখা যাচ্ছে। কালো পতাকা (Black Flag Protest) দেখানো থেকে শুরু করে কর্মসূচি বানচালের চেষ্টা—নানা কৌশলে বিজেপিকে রাজনৈতিকভাবে চাপে ফেলার চেষ্টা করছে তৃণমূল, এমনটাই অভিযোগ শুভেন্দুর। তিনি বলেন, “দিলীপদার অনুষ্ঠানে বাধা দেওয়া হয়েছে, আমারও বারুইপুরে (Baruipur) ঢোকা আটকানোর চেষ্টা হয়েছিল। কিন্তু কেউ আমাদের থামাতে পারেনি। বরং ওরা যত বেশি বাধা দেবে, তত বেশি তাদের মুখোশ খুলে যাবে। আমরা এই ধরনের প্রতিবাদকে স্বাগত জানাই, কারণ এতে তৃণমূলের মুখের ভাষা, আচার-আচরণ প্রকাশ্যে আসে।” বিজেপির সভা করার জন্য বারবার হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হতে হচ্ছে বলেও অভিযোগ করেন শুভেন্দু। তিনি জানান, “২০২১ থেকে এখন পর্যন্ত ৭৭ বার আমাদের আদালতে যেতে হয়েছে। কোতলপুর (Kotulpur) থেকে নন্দীগ্রাম (Nandigram), নেতাই দিবস পালন থেকে (Netai) থেকে কৃষকদের বাড়ি পর্যন্ত—যেখানেই আমরা যেতে চাই, বাধা আসে। কিন্তু হাইকোর্ট গণতন্ত্র (Democracy) ও সংবিধানকে (Constitution) রক্ষা করছে।” শুভেন্দু কটাক্ষ করে বলেন, “এই পুলিশগুলোর নাম লিখে রাখুন। ২০২৬ (2026) সালে কোনো শক্তিই বিজেপির ক্ষমতায় আসা আটকাতে পারবে না।”

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
সম্প্রতি হলদিয়া বিধানসভা কেন্দ্রের (Haldia Assembly) বিজেপি বিধায়ক তাপসী মন্ডল (Tapasi Mondal) দলত্যাগ করে তৃণমূলে যোগ দিয়েছেন। এর ফলে বিজেপি শিবির কিছুটা চাপে থাকলেও, শুভেন্দু দৃঢ় কণ্ঠে জানিয়ে দিলেন যে তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। তিনি বলেন, “তাপসী মন্ডলকে হারানোর দায়িত্ব আমি নিলাম। হলদিয়ার মানুষ এবার তৃণমূলকে শিক্ষা দেবে। এখানকার ভূমিপুত্র বা ভূমিকন্যাই (Son of the Soil/Daughter of the Soil) বিজেপির টিকিটে দাঁড়াবে। আপনারা শুধু পদ্মফুল (Lotus Symbol) দেখুন, ভোট দিন। কোনও হিন্দু বুথ থেকে ওদের একটা ভোটও যেন না যায়।” শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সভা থেকে তৃণমূলের অভিবাসন নীতিকেও তীব্র আক্রমণ করেন। তিনি রোহিঙ্গা (Rohingya) অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া অবস্থান জানিয়ে বলেন, “আসামের (Assam) মতোই পশ্চিমবঙ্গেও রোহিঙ্গাদের চুলের মুঠি ধরে কাঁটাতারের ওপারে (Border) ফেলে দিতে হবে। এ রাজ্যে একটাও রোহিঙ্গা থাকতে পারবে না।” তিনি আরও বলেন, “আমি ভারতীয় মুসলমানদের (Indian Muslims) কিছু বলছি না। আমি সেই রোহিঙ্গাদের বলছি, যারা মায়ানমার ও বাংলাদেশ হয়ে ভারতে ঢুকছে। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পয়সা খেয়ে এই অনুপ্রবেশকারীদের ভুয়ো আধার কার্ড (Aadhaar Card), ভোটার আইডি (EPIC) বানিয়ে দিচ্ছেন। বিজেপি ক্ষমতায় এলে এই বেআইনি কাজ বন্ধ হবে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT