নিউজ পোল ব্যুরো: সপ্তাহ শুরুতেই দুর্ঘটনার খবর। দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস (Bus Accident)। তাতেই মৃত্যু হল এক যাত্রীরো। বাস উল্টে আহত হয়েছেন প্রায় ২০জন। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার ৩১নং জাতীয় সড়কে। রবিবার বাসটি শিলিগুড়ি থেকে বিহারের ছাপড়াতে যাচ্ছিলো। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যথেষ্ট দ্রুতগতিতে চলছিলো বাসটি। পথে অপর একটি বাসের সঙ্গে রেষারেষির সময় সেটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছাপড়ার বাসিন্দা এক বৃদ্ধার। আহত হন প্রায় ২০জন যাত্রী। দুর্ঘটনার খবর পেয়েই ছুটে আসে স্থানীয়রা। খবর দেওয়া হয় স্থানীয় পুলিশকে। পুলিশ আসার আগে উল্টে যাওয়া বাসে থাকা আহত যাত্রীদের স্থানীয়রা আহতদের উদ্ধারকাজে হাত লাগান। একে একে বের করে আনা হয় বাসে থাকা যাত্রীদের।
আরও পড়ুনঃ Doctors Killed: মহাকাল দর্শনে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ২ চিকিৎসক, আহত ৪

দুর্ঘটনার (Bus Accident) খবর তৎক্ষনাৎ ঘটনাস্থলে উপস্থিত হয় চাকুলিয়া থানার পুলিশ ও বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ। আহতদের উদ্ধার করে বেশকিছু জনকে কানকি গ্রামীণ হাসপাতাল ও কয়েকজনকে কিশানগঞ্জ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্যে ইসলামপুরে পাঠানো হয়েছে। দূর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার জেরে সাময়িক যানজট হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসটি বেপরোয়াভাবে চালানো হচ্ছিলো অভিযোগ যাত্রীদের। বারংবার অভিযোগ করা হলেও চালক শোনেনি। তার ফলেই ঘটে এই দূর্ঘটনা বলে অভিযোগ বাসে থাকা যাত্রীদের।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/