China : বাড়াতে হবে জনসংখ্যা, বিয়ে নিয়ে নতুন আইন চালু

breakingnews আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: একসময় পৃথিবীর সবথেকে জনবহুল দেশ ছিল চিন (China)। তবে এখন এক নম্বরে ভারত। অন্যদিকে চিনে জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করেছে। ফলে জনসংখ্যা বৃদ্ধি করতে নানা প্রকার আর্থিক অনুদান চালু করতে হয়েছে জিনপিং সরকার। আর এবারে তরুণ প্রজন্মকে বিয়ের উৎসাহ দিতে নেওয়া হল এক নয়া পদক্ষেপ।

আরও পড়ুন: Donald Trump : ‘বন্ধু’ মাস্কের পাশে ট্রাম্প, টেসলার গাড়ি নিয়ে নয়া নির্দেশ

এত দিন চিনে (China) বিয়ে সংক্রান্ত আইনটি ছিল একটু কড়া। সেই আইন এবারে শিথিল করা হয়েছে। এত দিন বিয়ের জন্য পাত্র এবং পাত্রীকে তাঁদের স্থায়ী ঠিকানা যে এলাকায় সেখানে গিয়েই আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে নাম নথিভুক্ত করাতে হত। এবার উঠে গেল সেই নিয়ম। অর্থাৎ চিনের অন্য কোনও শহর বা গ্রামের কেউ যদি কর্মসূত্রে বেইজিংয়ে থাকেন, তাহলে এবার বিয়ের জন্য তাঁকে বেইজিং ছেড়ে নিজের জায়গায় যেতে হবে না।

আগের নিয়মে খুব স্বাভাবিকভাবেই বিয়ের জন্য নাম নথিভুক্ত করতে সময় যেত প্রচুর। ‌ সেই সঙ্গে যাতায়াতের ভাড়াও বেরিয়ে যেত পকেট থেকে। আইন শিথিল হওয়ায় এবার আর সেই সব ঝঞ্ঝাট থাকছে না। সরকারি সূত্রের দাবি, এই নয়া নিয়মের ফলে, তরুণ প্রজন্ম আর্থিক ভাবে লাভবান হবে। আবার সেইসঙ্গে বিয়ের প্রতি তাদের উৎসাহও বাড়বে। উল্লেখ্য, গত এক বছরে চিনে (China) বিয়ের প্রতি তরুণ প্রজন্মের উৎসাহ ব্যাপক হারে কমেছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বিয়ের হার ২০ শতাংশ কম।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

বিয়ের হার একদিকে যেমন কমছে, অন্যদিকে কমছে শিশু জন্মের হারও। অথচ এক সময় এই চিনেই ছিল সবথেকে বেশি মানুষের বাস। ইদানিং ভারত তাদের এই বিষয়ে টেক্কা দিয়েছে। তাই জনসংখ্যা বৃদ্ধি নিয়ে একসময় যে চিন উদ্বিগ্ন ছিল, তারাই এখন উদ্বিগ্ন জনসংখ্যা হ্রাস নিয়ে। জনসংখ্যা নিয়ন্ত্রণে একাধিক করা পদক্ষেপ নেওয়া হয়েছিল বেইজিং প্রশাসনের তরফে। তাতে ফল মিলেছে। তবে এবারে জনসংখ্যা বাড়াতে রোজই কিছু না কিছু নিয়ম চালু করছে সরকার।