নিউজ পোল ব্যুরো: পাহাড়ে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড (Forest Fire)। যা ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। সোমবার (Monday) সকালে শিলিগুড়ি (Siliguri) থেকে পাহাড়গামী রাজ্য সড়কের গাড়িধুরা এলাকায় বামনপোখরি জঙ্গলে হঠাৎ করেই আগুন ধরে যায়। স্থানীয়রা আচমকাই এই জঙ্গলে (Jungle) আগুন দেখতে পায়। আগুনের (Forest Fire) তীব্রতা বৃদ্ধি পেয়ে দ্রুত ওই জঙ্গলের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বন দফতরের ১৫ জন কর্মী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন।
আরও পড়ুন:Birbhum: পুকুর থেকে উদ্ধার তাজা বোমা
বামনপোখরি জঙ্গলে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী বসবাস করে। যেমন হাতি, বাইসন, হরিণ, চিতাবাঘ ইত্যাদি। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে এসব বন্যপ্রাণীর জীবনঝুঁকি বেড়ে যাবে। বন দফতরের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছেন। এছাড়া, দার্জিলিং (Darjeeling) জেলার অন্যান্য এলাকায়ও আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার রাত থেকে একাধিক জঙ্গলে অগ্নিকাণ্ডের (Forest Fire) খবর পাওয়া গেছে। ধোঁয়ায় ঢেকে গেছে পুরো পাহাড়। এতে একদিকে যেমন পাহাড়বাসীরা চিন্তিত, অন্যদিকে বন দফতরও বন্যপ্রাণীকে নিয়ে উদ্বিগ্ন।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
কার্শিয়াং বনবিভাগের ডিএফও দেবেশ পাণ্ডে জানিয়েছেন, “জঙ্গলের শুকনো পাতা এবং পরিবেশের কারণে আগুন লেগেছে। বনকর্মীদের মোতায়েন করা হয়েছে এবং দমকলকেও খবর দেওয়া হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।”
বন দফতর সূত্রে খবর, ১৮ মার্চ দার্জিলিং জেলার পুলবাজার বিজনবাড়ি ব্লকের মেগিটার জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। দমকলের চারটি ইঞ্জিন তা নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছিল। এই এলাকার কাছে বনবস্তি থাকায়, সেখানে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এদিকে, একই দিনে কার্শিয়াং বন বিভাগের কলাবাড়ি জঙ্গলেও আগুন লাগে। মাটিগাড়া দমকল কেন্দ্রের তিনটি ইঞ্জিন প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া, ওইদিনই আবার কার্শিয়াং বন বিভাগের অধীন মহানদী ও লঙভিউ চা বাগান এলাকাতেও ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। লঙভিউ চা বাগানের বেশ কিছু চা গাছ পুড়ে গেছে, মহানদী চা বাগানেও কিছু ক্ষতি হয়েছে বলে সূত্রের খবর।