Howrah: বিপজ্জনক ঘর ছাড়তে নারাজ বেলগাছিয়া বাসিন্দা

breakingnews কলকাতা জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: হাওড়ার বেলগাছিয়ায় ( Howrah) ভাগাড় ধসের (landslide) পর আবার নতুন করে বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। জলযন্ত্রণা (water crisis) কিছুটা কমলেও এলাকায় ফাটল (cracks) ক্রমশ বাড়ছে। যেকোনো মুহূর্তে বড় বিপর্যয় (disaster) ঘটতে পারে। বিপদের সম্ভাবনা থাকলেও এলাকা ছাড়তে নারাজ বাসিন্দারা। পুনর্বাসনের (rehabilitation) নিশ্চয়তা না পেলে কেউ বাড়ি ছাড়বেন না বলে জানিয়েছেন বাসিন্দারা। সোমবার সকাল থেকে রাস্তায় নেমে বিক্ষোভ (protest) দেখান স্থানীয় মহিলারা। তাদের আশঙ্কা, ভাগাড় পরিষ্কারের নামে বাড়ি ভেঙে দেওয়া হতে পারে। এতে স্থায়ীভাবে আশ্রয়হীন (homeless) হয়ে পড়বেন তারা। এলাকায় চলমান সংকট পর্যালোচনা করতে আজ সোমবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) সেখানে যেতে পারেন বলে সূত্রের খবর।

আরও পড়ুন:- Jhargram: প্রবল শিলাবৃষ্টিতে অসহায় কৃষকরা!

সোমবার সকালে বিপর্যয় মোকাবিলা দফতরের (disaster management department) কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ভাগাড়ের মাটি (soil testing) পরীক্ষা করা হবে বলে জানান তারা। রিপোর্ট সন্তোষজনক হলে বায়ো মাইনিং (bio-mining) পদ্ধতিতে জঞ্জাল অপসারণ (garbage removal) শুরু হবে। এজন্য স্থানীয়দের এলাকা (Belgachia) খালি করার নির্দেশও দেওয়া হয়েছে। বাসিন্দাদের অস্থায়ীভাবে (temporary shelter) একটি ক্লাবে থাকার ব্যবস্থা করা হয়েছে। তবে তারা এতে রাজি নন। কারণ, তাদের একাংশের দাবি— বহু কষ্টে লোন নিয়ে বাড়ি বানিয়েছেন। এখন সেই বাড়ি ছেড়ে অন্যত্র যাওয়া সম্ভব নয়।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

উল্লেখ্য, গত ১৯ মার্চ বেলগাছিয়ায় (Belgachia) ভাগাড়ে ধস নামে। এর ফলে শিবপুর ও উত্তর হাওড়ার (Shibpur & North Howrah) জল সরবরাহ (water supply) মূল পাইপ ফেটে যায়। বিস্তীর্ণ এলাকায় জল পরিষেবা বন্ধ হয়ে যায়। কলকাতা ও উত্তরপাড়া পুরসভা (Kolkata & Uttarpara Municipality) জল ট্যাঙ্কার পাঠিয়ে সাহায্য করে। এরপর ধসের প্রভাব আরও বাড়তে থাকে। প্রায় দেড় বর্গকিলোমিটার জুড়ে রাস্তায় ফাটল দেখা দেয়। একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। তার ওপর শনিবার বিকেল থেকে নতুন সমস্যা দেখা দিয়েছে, যা স্থানীয়দের উদ্বেগ আরও বাড়িয়েছে। বাসিন্দাদের দাবি, স্থায়ী পুনর্বাসন নিশ্চিত না করে তাঁদের এলাকা ছাড়তে বাধ্য করা যাবে না। প্রশাসনের সিদ্ধান্তের দিকে এখন সকলের নজর।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT