নিউজ পোল ব্যুরো: ঝাড়গ্রামে (Jhargram) প্রাথমিক শিক্ষকদের (Primary Teachers) পাঁচ দফা দাবিতে পথসভা করল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি (Bengiya Prathamik Shikshak Samiti – BPTA)। সংগঠনের ডাকা দাবি সপ্তাহ (Demand Week) উপলক্ষে সোমবার ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথা মোড়ে (Panch Matha More) এই কর্মসূচির আয়োজন করা হয় (Jhargram Protest)। শিক্ষক সংগঠন দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষার (Primary Education) মানোন্নয়ন এবং শিক্ষকদের ন্যায্য দাবির (Legitimate Demands) পক্ষে আন্দোলন চালিয়ে আসছে। তাদের অভিযোগ, শিক্ষার মান ক্রমাগত নিম্নমুখী হচ্ছে, শিক্ষক ও শিক্ষাকর্মীর (Teaching & Non-teaching Staff) অভাব প্রকট হচ্ছে, অথচ প্রশাসন এ বিষয়ে কোনও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এই অবস্থায়, প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে সংগঠন পাঁচ দফা (Five-Point Demands) উত্থাপন করেছে।
আরও পড়ুন:- Jhargram: প্রবল শিলাবৃষ্টিতে অসহায় কৃষকরা!
বিপিটিএ (BPTA) সংগঠনের সদস্যরা এদিন পথসভা থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন— ১)প্রথম শ্রেণি থেকে পাশ-ফেল প্রথা পুনরায় (Jhargram Protest) চালু করতে হবে (Restore Pass-Fail System from Class One) শিক্ষকদের দাবি, পাশ-ফেল প্রথা বাতিল হওয়ার পর পড়ুয়াদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ কমে গিয়েছে। অনেক শিক্ষার্থী পড়াশোনায় মনোযোগ দিচ্ছে না, কারণ তারা জানে যে ফেল করার কোনও ঝুঁকি নেই। এই অবস্থায় শিক্ষার মান রক্ষা করতে হলে অবিলম্বে পাশ-ফেল প্রথা চালু করতে হবে। ২)প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিভিত্তিক শিক্ষক নিয়োগ (Class-wise Teacher Appointment in Primary Schools) বর্তমানে অনেক স্কুলে (Schools) পর্যাপ্ত শিক্ষক নেই। একটি মাত্র শিক্ষককে একাধিক শ্রেণি (Multiple Classes) সামলাতে হচ্ছে। এতে পড়াশোনার গুণগত মান নষ্ট হচ্ছে। সংগঠনের দাবি, প্রতিটি শ্রেণির জন্য আলাদা শিক্ষক নিয়োগ করতে হবে, যাতে ছাত্রদের যথাযথভাবে শিক্ষা দেওয়া সম্ভব হয়। ৩)প্রাথমিক বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষাকর্মী নিয়োগ (Appointment of Adequate Non-teaching Staff in Schools) বর্তমানে বিদ্যালয়ে পিয়ন (Peon), ক্লার্ক (Clerk) সহ অন্যান্য শিক্ষাকর্মীর সংখ্যা খুব কম। ফলে বিদ্যালয় পরিচালনায় নানা সমস্যা দেখা দিচ্ছে। শিক্ষকদেরও পড়াশোনার পাশাপাশি প্রশাসনিক কাজ সামলাতে হচ্ছে, যা তাঁদের মূল শিক্ষাদানের দায়িত্বে ব্যাঘাত ঘটাচ্ছে। সংগঠনের দাবি, অবিলম্বে বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষাকর্মী নিয়োগ করতে হবে। ৪)শিক্ষকদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদান (Provide DA at Central Rates for Teachers) রাজ্যের সরকারি কর্মচারীদের মতো প্রাথমিক শিক্ষকদেরও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance – DA) দিতে হবে। বর্তমানে রাজ্য ও কেন্দ্রের মহার্ঘ ভাতার হারের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। শিক্ষকদের দাবি, এই বৈষম্য দূর করে কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করতে হবে। ৫)বকেয়া ৫০% কম্পোজিট গ্র্যান্ট প্রদান (Disbursement of Pending 50% Composite Grant)
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
সরকারের পক্ষ থেকে বিদ্যালয় পরিচালনার জন্য কম্পোজিট গ্র্যান্ট (Composite Grant) দেওয়ার কথা থাকলেও, তার ৫০ শতাংশ এখনও বকেয়া রয়েছে। এতে বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। শিক্ষক সংগঠনের দাবি, (Jhargram Protest) এই বকেয়া অর্থ দ্রুত মিটিয়ে দিতে হবে। এদিনের পথসভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতা (State Leader) সমীর বেরা (Samir Bera), ঝাড়গ্রাম জেলা সভাপতি (District President) সুভাষ সিংহ (Subhash Singh), সংগঠনের সম্পাদক (Secretary) অর্চিষ্মান পৈড়া (Archisman Paira) সহ বহু শিক্ষক সদস্য।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT