নিউজ পোল ব্যুরো: বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার ভোরে মুম্বইয়ের (Mumbai) বিদ্যাবিহার পশ্চিমের একটি হাউজিং সোসাইটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাতেই এক নিরাপত্তারক্ষীর ঝলসে মৃত্যু হয়েছে। তিন জন গুরুতর জখম হয়েছেন। আগুন (Major Fire) লাগার ঘটনাকে কেন্দ্র করে বহুতলের আশেপাশে ব্যপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোর
ভোর ৪:৩৫ নাগাদ মুম্বইয়ের বিদ্যাবিহার এলাকায় তক্ষশীলা কো-অপারেটিভ হাউসিং সোসাইটির একটি ১৩তলা আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় দমকল বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় দমকল বাহিনী বহুতল থেকে ১৫ থেকে ২০ জনকে উদ্ধার করে। অনেকেই ভয়ে আবাসন থেকে বেড়িয়ে আসেন। এই অগ্নিকাণ্ডের জেরে বহুতল আবাসনের নিরাপত্তারক্ষী উদয় গঙ্গানের(৪৩) মৃত্যু হয়েছে। দমকলবাহিনী সূত্রে খবর তাঁর শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছে। ওই ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। অন্যদিকে, ৫২ বছর বয়সী সভজিৎ যাদবের ২৫ থেকে ৩০ শতাংশ পুড়ে গেছেন এবং তিনি স্থিতিশীল অবস্থায় ট্রমা ওয়ার্ডে রয়েছেন।
আরও পড়ুনঃ RG Kar: আরজি কর মামলায় ডাক্তার-নার্সদের সিজিও অভিযান ঘিরে উত্তেজনা
দমকল বাহিনীর কর্তারা জানিয়েছেন, ১৩ তলা বহুতল ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় অবস্থিত পাঁচটি ফ্ল্যাটে বৈদ্যুতিক তার, গৃহস্থালীর জিনিসপত্র, কাঠের আসবাবপত্র, একটি এসি ইউনিট এবং কাপড়ের আগুন লাগে। আগুন প্রথম ও দ্বিতীয় তলার লবিতে থাকা কাঠের দেয়ালের জিনিসপত্র, জুতার র্যাক এবং অন্যান্য আসবাবপত্রেও ছড়িয়ে পড়ে, যা বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করে। দমকল বাহিনীর কর্মীরা ভবন থেকে ১৫ থেকে ২০ জনকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন। এতে আরও বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলেই জানানো হয়েছে। উদ্ধার প্রচেষ্টা সত্ত্বেও, দুই নিরাপত্তারক্ষী গুরুতরভাবে পুড়ে যান। তাদের দ্রুত চিকিৎসার জন্য রাজাওয়াড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। কর্তৃপক্ষ বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণে আগুন লেগেছে তা নির্ধারণের জন্য তদন্ত চালাচ্ছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/