নিউজ পোল ব্যুরো: ভারতীয় সময় রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ লন্ডনে পৌঁছেছেন (Mamata Banerjee in London) বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক কর্মসূচী রয়েছে তাঁর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডনে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়েছেন বেশ কয়েকজন শিল্পপতি। সেই তালিকাই এবার হয়ত লম্বা হতে চলেছে। সূত্রের খবর, প্রাক্তন ভারত অধিনায়ক তথা বাংলার অন্যতম বিশিষ্ট শিল্পপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) যাবেন অক্সফোর্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঐতিহাসিক ভাষণ শুনতে।
সূত্রের খবর, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলার মুখ্যমন্ত্রীর ভাষণ শুনতে ভারতের এক প্রতিনিধিদল যাচ্ছেন যাচ্ছেন। তাদের মধ্যেই একজন রয়েছেন মহারাজ তথা বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবারের দিকেই নজর রয়েছে গোটা বাংলা তথা দেশের। কারণ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ওই দিনেই রয়েছে মুখ্যমন্ত্রীর ভাষণ। অক্সফোর্ডের পড়ুয়ারা বাংলার মুখ্যমন্ত্রীর জীবনের ওঠাপড়ার গল্প শুনতে চান। সেই গল্পই তাঁদের শোনাবেন বাংলার মুখ্যমন্ত্রী। লন্ডনের সময় অনুযায়ী আজ থেকেই শুরু হচ্ছে মমতার ঠাসা কর্মসূচী। তবে বৈঠকের আগে নিজেকে ফিট রাখতে সেই চিরাচরিত নীলপাড় সাদা শাড়ি ও পায়ে হাওয়াই চটি পরেই বাকিংহাম প্যালেস ও হাইড পার্কে প্রাতঃভ্রমণ সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ওয়ার্ম আপ সেরে নিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো লন্ডনের তাপমাত্রা এখন ৪ ডিগ্রি।
আরও পড়ুনঃ MPs Salary Hike: বেতন বাড়ল সাংসদদের, পরিবর্তন দৈনিক ভাতা, পেনশনেও
উল্লেখ্য, লন্ডনে পৌঁছানোর (Mamata Banerjee in London) পর ২৪ মার্চ তাঁর একাধিক কর্মসূচি রয়েছে । সোমবার দিন সেখানের ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে যোগদান করবেন । ২৫ মার্চ যোগ দেবেন বাণিজ্য সম্মেলনে। ২৬ মার্চ হবে শিল্প নিয়ে সরকারি স্তরের বৈঠক। এবং ২৭ মার্চ অক্সফোর্ডে দেবেন ভাষণ। ২৮ মার্চ লন্ডন থেকে রওনা দেবেন কলকাতার উদ্দেশ্যে। অক্সফোর্ডের ছাত্রছাত্রী এবং গবেষকদের সামনে ভাষণ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। সূত্রে খবর মিলেছে সংস্কৃতি, ইতিহাস থেকে শুরু করে পর্যটন নানা ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উন্নয়ন, কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্পের কথা অক্সফোর্ডে তুলে ধরতে পারেন মুখ্যমন্ত্রী।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/