নিউজ পোল ব্যুরো: সাংসদদের জন্য রয়েছে বড় সুখবর। সোমবার কেন্দ্র সংসদ সদস্য (MP) এবং প্রাক্তন সংসদ সদস্যদের বেতন, পেনশন এবং অতিরিক্ত পেনশন বৃদ্ধির (MPs Salary Hike) কথা ঘোষণা করেছে। বর্তমান সংসদ সদস্যদের বেতনে ২৪ শতাংশ বৃদ্ধির কথা বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করা হয়েছে। পয়লা এপ্রিল ২০২৫ থেকেই নতুন এই বেতন পরিকাঠামো কার্যকর হবে।
এক নজরে দেখে দিন নতুন বেতন পরিকাঠামো
বেতন: সাংসদদের মাসিক বেতন ১,০০,০০০ থেকে বাড়িয়ে ১,২৪,০০০ করা হয়েছে।
দৈনিক ভাতা: দৈনিক ভাতা ২,০০০টাকা থেকে বাড়িয়ে ২,৫০০টাকা করা হয়েছে।
প্রাক্তন সংসদ সদস্যদের পেনশন প্রতি মাসে ২৫,০০০টাকা থেকে বাড়িয়ে ৩১,০০০টাকা করা হয়েছে।
পাঁচ বছর ধরে প্রতি বছরের জন্য অতিরিক্ত পেনশন প্রতি মাসে ২,০০০ থেকে বাড়িয়ে ২,৫০০ করা হয়েছে।
সংসদে বাজেট অধিবেশন চলাকালীন এই বেতন বৃদ্ধির কথা (MPs Salary Hike) ঘোষণা করা হয়েছে। এর আগে ২০১৮ সালে সাংসদ ও প্রাক্তন সাংসদদের বেতন ও ভাতা ঘোষণা করা হয়েছিল। সেই সময়ে মাসে ১ লক্ষ টাকা করে সাংসদদের বেতন নির্ধারণ করা হয়েছিল। সেই সময়ে বেতন বৃদ্ধির কারণ হিসেবে দৈনন্দিন খরচ-খরচা বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখার কথাই উল্লেখ করা হয়েছিল। এদিন ১৯৬১ সালের আয়কর আইনে উল্লেখিত মূল্যস্ফীতি সূচকের ভিত্তিতে সংসদ সদস্যদের বেতন, ভাতা এবং পেনশন আইনের অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
আরও পড়ুনঃ Jammu and Kashmir: পাক সীমান্তে IED বিস্ফোরণ, গুরুতর আহত জওয়ান
। তার মধ্যেই এই ঘোষণা করা হল। এর আগে সাংসদ ও প্রাক্তন সাংসদদের বেতন ও ভাতা ঘোষণা করা হয়েছিল ২০১৮ সালের এপ্রিল মাসে। সেবার সাংসদদের বেতন নির্ধারণ করা হয় মাসে ১ লক্ষ টাকা। দৈনন্দিন খরচ-খরচা বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এই বৃদ্ধির কথা বলা হয়। ২০১৮ সালের সংশোধনী অনুসারে, সাংসদরা তাঁদের নিজ নিজ জেলার অফিস আপডেট রাখা এবং ভোটারদের সঙ্গে যোগাযোগের খরচ মেটাতে নির্বাচনী ভাতা হিসেবে ৭০,০০০ টাকা ভাতা পান। এছাড়া, তাঁরা প্রতি মাসে অফিস ভাতা হিসেবে ৬০,০০০ টাকা এবং সংসদীয় অধিবেশন চলাকালীন দৈনিক ভাতা হিসেবে ২০০০ টাকা পান। এই ভাতাগুলিও এখন বাড়ানো হবে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/