Sealdah Station: শিয়ালদহ স্টেশনে নয়া চমক!

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: শিয়ালদহ স্টেশন (Sealdah Station) দিয়ে যাতায়াত করা নিত্যযাত্রীদের জন্য বড় স্বস্তির খবর! প্রতিদিনের ব্যস্ত সময়ে ট্রেন ধরার তাড়া, স্টেশনের প্রবেশ পথে লম্বা লাইন এবং রাস্তার তীব্র যানজট (Traffic Jam) – এই সব মিলিয়ে এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় যাত্রীদের জন্য। বিশেষ করে অফিস টাইম (Office Time) বা উৎসবের মরসুমে স্টেশনের প্রবেশপথে অতিরিক্ত ভিড়ের কারণে ট্রেন মিস হয়ে যাওয়া সাধারণ ব্যাপার। কিন্তু এবার সেই সমস্যার সমাধান করতে শিয়ালদহ দক্ষিণ স্টেশনে (Sealdah South Station) চালু হয়ে গেল নতুন প্রবেশ ও বাহির পথ (New Entry and Exit Gate), যা যাত্রীদের স্টেশনে ঢোকা ও বেরোনোর ক্ষেত্রে অনেকটাই সুবিধা দেবে।

আরও পড়ুন:- RG Kar: আরজি কর মামলায় ডাক্তার-নার্সদের সিজিও অভিযান ঘিরে উত্তেজনা

পূর্ব রেলের (Eastern Railway) শিয়ালদহ ডিভিশনের (Sealdah Division) ডিআরএম দীপক নিগম (DRM Deepak Nigam) জানিয়েছেন যে, প্রতিদিনের প্রবল ভিড় সামাল দিতে এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবেই এই নতুন গেট চালু করা হয়েছে। এর ফলে স্টেশনে প্রবেশ ও প্রস্থান (Entry & Exit) আগের তুলনায় অনেক সহজ হয়ে যাবে। স্টেশন সংলগ্ন এলাকার যানজটের কারণে ট্রেন ধরতে দেরি হওয়া বা স্টেশনের (Sealdah Station) ভিড়ের চাপে যাত্রীদের অসুবিধার মুখে পড়তে হবে না। নতুন প্রবেশ পথের ফলে যাত্রীরা অপেক্ষাকৃত কম সময়ের মধ্যে সরাসরি স্টেশনে প্রবেশ করতে পারবেন। বিশেষ করে যেসব যাত্রীদের প্রতিদিন শিয়ালদহ স্টেশন থেকে লোকাল ট্রেন (Local Train) বা দূরপাল্লার ট্রেন (Long Distance Train) ধরতে হয়, তারা এবার অনেকটাই স্বস্তি পাবেন। শুধু সাধারণ সময় নয়, উৎসবের মরসুমেও (Festive Season) এই নতুন গেট বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। দুর্গাপূজা (Durga Puja), কালীপূজা (Kali Puja), বড়দিন (Christmas), নববর্ষ (New Year) বা অন্যান্য উৎসবের সময় শিয়ালদহ স্টেশনে প্রচুর ভিড় হয়। নতুন প্রবেশ ও বাহির পথের ফলে এবার এই সময়েও যাত্রীদের স্টেশনে ঢোকা ও বেরনোর চাপ অনেকটাই কমবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

এছাড়াও, কোনও দুর্ঘটনা (Accident) বা আপৎকালীন পরিস্থিতি (Emergency Situation) দেখা দিলে যাত্রীদের দ্রুত স্টেশন থেকে বের করে দেওয়া সম্ভব হবে। নিরাপত্তার (Security) দিক থেকেও এই নতুন ব্যবস্থা কার্যকরী হবে বলে পূর্ব রেল কর্তৃপক্ষ মনে করছে। শিয়ালদহ স্টেশন এবং তার আশেপাশের এলাকায় ক্রমবর্ধমান অপরাধপ্রবণতা (Crime Rate) নিয়ন্ত্রণ করতেও নতুন প্রবেশ ও বাহির পথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন প্রবেশদ্বারের কারণে স্টেশনে যাতায়াতকারী যাত্রীদের আরও বেশি মনিটরিং (Monitoring) করা যাবে, যা অপরাধীদের ধরতে বা সন্দেহভাজন কার্যকলাপ ঠেকাতে সহায়ক হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT