Python: অজগরের মাথায় টিউমার, সফল অস্ত্রোপচার

অফবিট কলকাতা

নিউজ পোল ব্যুরো: শীতঘুম (hibernation) চলাকালীনই মাথার কাছে গজিয়ে উঠেছিল এক বিশালাকার টিউমার (tumor)। আর সে কারণেই চরম বিপদের মুখে পড়েছিল আলিপুর চিড়িয়াখানার (Alipore Zoo) এক বিশাল ১৩ ফুট লম্বা বার্মিজ পাইথন। সাধারণত, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই তিন মাস সাপেরা শীতঘুমে থাকে, এ সময় তারা কোনো খাবার গ্রহণ করে না এবং তাদের দেহের সমস্ত কার্যকলাপ অত্যন্ত ধীর হয়ে যায়। শীতঘুমের মাঝে তাদের না জাগানোই ভালো, কারণ এতে দেহের স্বাভাবিক চক্র (biological cycle) বিঘ্নিত হতে পারে। তা সত্ত্বেও, চিড়িয়াখানার সরীসৃপ (reptile) বিশেষজ্ঞ এবং প্রাণী চিকিৎসকদের (veterinarians) তৎপরতায় অপারেশন করে অজগরটির (Python) জীবন বাঁচানো সম্ভব হয়েছে।

আরও পড়ুন: Maharashtra: মহারাষ্ট্রের সেরা পাহাড়ি শহরগুলো আপনার ভ্রমণ তালিকায় রাখুন

চিড়িয়াখানার নিয়মিত নজরদারির সময় কিপাররা দেখতে পান, ওই বার্মিজ পাইথনের (Python ) মাথার দিকে অস্বাভাবিক ফোলাভাব রয়েছে। প্রথমে বিষয়টিকে তেমন গুরুতর মনে না হলেও, কদিন পর দেখা যায় যে ফোলাভাবটি আরও বাড়ছে। সঙ্গে সঙ্গে চিড়িয়াখানার পশু চিকিৎসকদের খবর দেওয়া হয়। প্রাথমিক পর্যবেক্ষণের পরই চিকিৎসকদের সন্দেহ হয়, এটি সাধারণ কোনো চোট বা সংক্রমণ (infection) নয় বিষয়টি আরও জটিল হতে পারে। তাই দ্রুত ইউএসজি (USG), এক্স-রে (X-ray) সহ অন্যান্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। পরীক্ষার রিপোর্টে দেখা গিয়েছে, পাইথনের মাথা এবং ঘাড়ের সংযোগস্থলে একটি বিশাল টিউমার গজিয়ে উঠেছে এবং সেটি দ্রুত আকারে বাড়ছে। অবিলম্বে অস্ত্রোপচার (surgery) না করা হলে প্রাণসংশয় হতে পারে। কিন্তু এ ধরনের অস্ত্রোপচার খুবই জটিল, বিশেষ করে একটি সাপের ক্ষেত্রে।

যেকোনো অস্ত্রোপচারের আগেই অ্যানাস্থেশিয়া প্রয়োগ করা প্রয়োজন, কিন্তু সাপের ক্ষেত্রে এটি ঝুঁকিপূর্ণ। ওজন বুঝে সঠিক পরিমাণ অ্যানাস্থেশিয়া দেওয়া জরুরি, কারণ মাত্রাতিরিক্ত হলেই প্রাণী চেতনা হারিয়ে ফের জাগতে নাও পারে। অতীতে আলিপুর চিড়িয়াখানায় দাঁতের মাড়িতে টিউমার অপসারণের অস্ত্রোপচারের পর একটি জলহস্তীর (hippopotamus) মৃত্যু হয়েছিল, যা চিকিৎসকদের আরও সতর্ক করে তুলেছিল। তবে বর্তমানে গ্যাস অ্যানাস্থেশিয়া ব্যবহারের ফলে ঝুঁকি অনেকটা কমে এসেছে। অবশেষে, অভিজ্ঞ পশু চিকিৎসকদের দক্ষ হাতে অপারেশন সম্পন্ন হয়। বিপজ্জনক স্থানে থাকা টিউমার সফলভাবে কেটে বাদ দেওয়া হয়। অস্ত্রোপচারের পর বেশ কিছুদিন পাইথনটিকে পর্যবেক্ষণে রাখা হয়, কারণ অস্ত্রোপচারের ধকল কাটিয়ে সঠিকভাবে সুস্থ হওয়া দরকার ছিল।

চিকিৎসকরা নিশ্চিত হওয়ার পর, পাইথনটিকে (Python) পুনরায় আলিপুর চিড়িয়াখানার সরীসৃপ আবাসে ফিরিয়ে আনা হয়। এখন সে পুরোপুরি সুস্থ এবং তার স্বাস্থ্যের ওপর কড়া নজর রাখা হচ্ছে। চিড়িয়াখানার রাজ্য জু অথরিটির (State Zoo Authority) মেম্বার সেক্রেটারি সৌরভ চৌধুরী জানান, চিড়িয়াখানার পশু হাসপাতালের উন্নত পরিকাঠামোর (infrastructure) সাহায্যে এখন কঠিন অস্ত্রোপচারও সফলভাবে করা সম্ভব হচ্ছে।

নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/p/158A5MM8fw/