Realme Buds Air 7: Realme Buds Air 7 এর অবিশ্বাস্য অফার! জানলে চমকে যাবেন

প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: ভারতে এল Realme Buds Air 7, যা একটি নতুন TWS (True Wireless Stereo) ইয়ারফোন (Earphone)। কোম্পানির দাবি অনুযায়ী, এই ইয়ারফোনটি একবার চার্জ দিলে ১৩ ঘণ্টা ব্যাটারি লাইফ (Battery Life) দেবে এবং যদি কেসে রাখা হয় তবে ৫২ ঘণ্টা পর্যন্ত চলবে। Realme Buds Air 7-এ IP55 রেটিং রয়েছে। যার মানে এটি ধুলো এবং জল থেকে সুরক্ষিত। এতে রয়েছে ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি, LhHDC 5.0 অডিও কোডেক এবং ৫২dB অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) ফিচার। এছাড়া, ১২.৪mm বাস ড্রাইভার দ্বারা সাউন্ড আরও উন্নত করা হয়েছে। যা প্রয়োজন অনুযায়ী সাউন্ডের মাত্রা বাড়াতে বা কমাতে সাহায্য করবে।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/03/23/whatsapp-instagram-link-feature-meta/

এই ইয়ারফোনটি (Earphone) ফেব্রুয়ারি (February) মাসে চীনে (China) লঞ্চ করা হয়েছিল। এখন ভারতে এর বিক্রি শুরু হবে ২৪ মার্চ, দুপুর ১২টায়। ভারতে এর দাম ৩,২৯৯ টাকা হলেও লঞ্চ (Launch) অফারে এটি ২,৭৯৯ টাকায় পাওয়া যাবে। এই ইয়ারফোনটি (Earphone) সোনালী, বেগুনি ও সবুজ রঙে পাওয়া যাবে। ফ্লিপকার্ট, রিয়ালমি ই-স্টোর ও অন্যান্য খুচরা দোকান থেকে কেনা যাবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

স্পেসিফিকেশন অনুযায়ী, Realme Buds Air 7 -এ ১২.৪ মিমি ডায়নামিক ডিপ বাস ড্রাইভার রয়েছে। যা কপার SHTW কয়েল দ্বারা তৈরি। এটি হাই-রেস অডিও সার্টিফিকেশন ও ৩৬০ ডিগ্রি স্পেশাল অডিয়ো সাপোর্ট করে। যা সাউন্ডের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। এর ৬টি মাইক সিস্টেম রয়েছে যা শব্দ কমানোর ক্ষেত্রে সাহায্য করবে। ব্লুটুথ ৫.৪, এসবিসি, এএসি, LHDC 5.0 কোডেকের সাথে ডুয়াল-ডিভাইস সংযোগও রয়েছে এবং কম লেটেন্সি মোডে ৪৫ মিলিসেকেন্ড লেটেন্সি প্রদান করে। তাছাড়া, সুইফট পেয়ার এবং গুগল ফাস্ট পেয়ার সাপোর্টও রয়েছে, যাতে কানেক্টিভিটি আরও দ্রুত হয়।

ব্যাটারি (Battery) লাইফের দিক থেকেও এটি বেশ উন্নত। কারণ ১০ মিনিট চার্জ করলে ১০ ঘণ্টা ব্যবহার করা যাবে। উল্লেখ্য, Realme Buds Air 7 একটি আধুনিক উন্নত ফিচার সমৃদ্ধ ইয়ারফোন (Earphone) যা দামেও বেশ সাশ্রয়ী।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT