নিউজ পোল ব্যুরো: শীর্ষ আদালত (Supreme Court) আগেই জানিয়ে দিয়েছিল আরজিকর মামলার (RG Kar case) শুনানি হবে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। সুপ্রিম কোর্ট জানিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ নতুন করে তদন্তের আর্জি শুনবে। সেই নির্দেশ মতোই সোমবার হাইকোর্টে আর জি কর-মামলার শুনানি হয়। সেখানেই সিবিআই-এর (CBI) উদ্দেশ্যে একাধিক প্রশ্ন করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শুনানির শুরুতে সিবিআই-এর কাছে জানতে চান, “এটা গণধর্ষণ না ধর্ষণ? গণধর্ষণ হলে সন্দেহভাজন কারা?” বিচারপতি আরও প্রশ্ন, “আমরা এই আদালতে এটা জানতে চাইছি, পরে আর কী তদন্ত করলেন? একটা চার্জশিটের পর আর কোনও চার্জশিট দেননি।” তার পরেই বিচারপতি সিবিআই-কে বলেন, “রিপোর্ট দরকার নেই। দরকার কেস ডায়েরি।” আগামী শুক্রবারের মধ্যে আদালত সিবিআই-এর কাছে কেস ডায়েরি তলব করেছে। মামলা নিয়ে আদালতে সোমবার বিচারপতির মন্তব্য, “যেহেতু এই মামলায় একজনের সাজা হয়েছে, সেখানে কোন কোন ধারায় চার্জ গঠন করা হয়েছে ? সাজা প্রাপ্ত ব্যক্তিই কি একমাত্র অভিযুক্ত , নাকি আর কেউ আছে?” এই প্রশ্ন শুনে সিবিআই-এর তরফে আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, “আমাদের আরেকটু সময় দেওয়া হোক।” তখনই বিচারপতি প্রশ্ন করেন, “সব অফিসাররা তৈরি থাকলে আবার কী সমস্যা আপনাদের?” এর মাঝেই সওয়াল করেন লিগল এডের সঞ্জয়ের আইনজীবী কৌশিক গুপ্ত। তিনি বলেন, “যাকে দোষী করা হল, তাকে বলতে দিতে হবে।”
আরও পড়ুনঃ Doctors Killed: মহাকাল দর্শনে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ২ চিকিৎসক, আহত ৪
অন্যদিকে সোমবার, আর জি কর মামলা (RG Kar case) নিয়ে ডাক্তার ও নার্সরা ফের সিজিও অভিযানের ডাক দিয়েছে। নতুন করে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই কারণে অভিযান ঘিরে কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। গার্ড রেল দিয়ে ঘিরে রাখা হয়েছে গোটা এলাকা। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো আরজি করে নির্যাতিতা ও মৃতা তরুণীর বাবা দিল্লি গিয়ে শীর্ষ আদালতের দারস্থ হয়েছিল। এমনকি দিল্লিতে গিয়ে তাঁদের ক্ষোভের কথা CBI-এর ডিরেক্টরকেও জানিয়ে এসেছেন । সেই আবেদনকে মান্যতা দেয় শীর্ষ আদালত। তবে সুপ্রিম কোর্টেই মে মাসের দ্বিতীয় সপ্তাহে আর জি কর-কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি হবে ।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/