Road Accident:পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ২ জনের

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: মর্মান্তিক দুর্ঘটনা (Road Accident) জাতীয় সড়কে। গভীর রাতে একটি পণ্য বোঝাই লরির সঙ্গে প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান হলদিয়া (Haldia) থানার এএসআই (ASI) রবীন্দ্রনাথ বারিক (৪৪) এবং তার আত্মীয় সোমনাথ প্রামাণিক (২২)। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর (East Midnapore) জেলার চণ্ডীপুর থানার মগরাজপুর রেল ওভারব্রিজ সংলগ্ন এলাকায়। মৃত রবীন্দ্রনাথ বারিক তমলুক (Tamluk) থানার পায়রাচালি এলাকার বাসিন্দা। তিনি হলদিয়া (Haldia) থানায় কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা (Hospital)। অন্যদিকে, তার আত্মীয় সোমনাথ প্রামাণিক কলকাতায় (Kolkata) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও পড়ুন:Balurghat: যাত্রীদের সুরক্ষায় পুলিশের অভিযান

ঘটনাটি ঘটে রবিবার রাতের দিকে। রবীন্দ্রনাথ তার শ্বশুরবাড়ির পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন নরঘাট। অনুষ্ঠান শেষে তিনি নিজের প্রাইভেট গাড়িতে (Private Car) এক আত্মীয়কে ইটাবেড়িয়া বাড়িতে পৌঁছে দিয়ে ফেরার পথে সোমনাথ প্রামাণিককে সঙ্গে নিয়ে চণ্ডীপুরের দিকে ফিরছিলেন। মগরাজপুর রেলওভারব্রিজে পৌঁছানোর পর, প্রচণ্ড গতিতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা একটি পণ্য বোঝাই লরির সাথে সংঘর্ষ (Road Accident) ঘটে। এই সংঘর্ষে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। রবীন্দ্রনাথ ও সোমনাথ দুজনেই ভেতরে আটকে পড়েন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

স্থানীয়রা বহু চেষ্টা করেও তাঁদের উদ্ধার করতে পারেনি। পরে চণ্ডীপুর থানার পুলিশ (Police) ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে তাম্রলিপ্ত জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক রবীন্দ্রনাথ বারিককে মৃত বলে জানান। সোমনাথকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় (Kolkata) পাঠানো হয়। কিন্তু সোমবার (Monday) সকালে সেখানেই তার মৃত্যু হয়।

এই দুর্ঘটনার (Road Accident) কারণে কিছু সময়ের জন্য দিঘাগামী সড়কে যান চলাচল ব্যাহত হয়। চণ্ডীপুর থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলো উদ্ধার করে সড়কটি যানজট মুক্ত করে। প্রাথমিক অনুমান অনুযায়ী পুলিশ জানিয়েছে, অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তবে তদন্ত চলছে। ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT