নিউজ পোল ব্যুরো: চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার (Accident) কবলে পড়লেন এক তরুণী। সোমবার সকালে মা উড়ালপুলে (Maa Flyover) ঘটে এই মর্মান্তিক ঘটনা। জানা গিয়েছে, ডোমজুড় (Domjur) এলাকার ওই তরুণী সল্টলেকের (Salt Lake) এক তথ্যপ্রযুক্তি সংস্থায় (IT Company) ইন্টারভিউ দিতে যাচ্ছিলেন। দ্রুত গন্তব্যে পৌঁছনোর জন্য তিনি একটি অ্যাপ-ক্যাব পরিষেবার বাইক বুক করেছিলেন।

উল্লেখ্য, মা উড়ালপুলে ওঠার পরেই আচমকা দুর্ঘটনার শিকার হন তিনি। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে (Road Divider) সজোরে ধাক্কা মারে। তাতেই বাইকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় (Bike Crash)। ধাক্কার তীব্রতায় মাথায় থাকা হেলমেট (Helmet) খুলে গিয়ে তিনি বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। গুরুতর চোট পান ওই তরুণী। তাঁকে দ্রুত স্থানীয় এক বেসরকারি হাসপাতালে (Private Hospital) নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা জানান, তাঁর চোট বেশ গুরুতর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে রাস্তার উপর রক্ত ছড়িয়ে পড়ে। বাইকের সামনের অংশ সম্পূর্ণভাবে বিকৃত হয়ে যায় (Total Damage)। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং আহত তরুণীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন: Kolkata: যুবককে আটকে রেখে টাকা হাতানোর অভিযোগ
উল্লেখ্য, মা উড়ালপুলে ওঠার পরেই আচমকা দুর্ঘটনার শিকার হন তিনি। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে (Road Divider) সজোরে ধাক্কা মারে। তাতেই বাইকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় (Bike Crash)। ধাক্কার তীব্রতায় মাথায় থাকা হেলমেট (Helmet) খুলে গিয়ে তিনি বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। গুরুতর চোট পান ওই তরুণী। তাঁকে দ্রুত স্থানীয় এক বেসরকারি হাসপাতালে (Private Hospital) নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা জানান, তাঁর চোট বেশ গুরুতর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে রাস্তার উপর রক্ত ছড়িয়ে পড়ে। বাইকের সামনের অংশ সম্পূর্ণভাবে বিকৃত হয়ে যায় (Total Damage)। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং আহত তরুণীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
অন্যদিকে, দুর্ঘটনায় বাইক চালকও গুরুতর আহত হয়েছেন। তাঁকে এসএসকেএম (SSKM Hospital) হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, তিনিও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা সংকটজনক। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। মা উড়ালপুলে গাড়িগুলি সাধারণত উচ্চ গতিতে চলে এবং সেই কারণেই এই ধরনের দুর্ঘটনার আশঙ্কা বেশি থাকে। তবে পুলিশ সিসিটিভি ফুটেজ (CCTV Footage) খতিয়ে দেখে ঘটনার আসল কারণ অনুসন্ধান করছে। এই দুর্ঘটনার পর প্রশ্ন উঠছে বাইক চালকদের নিরাপত্তা বিধির (Safety Measures) প্রতি কতটা সচেতন থাকা উচিত। তরুণী হেলমেট পরা অবস্থায় থাকলেও তা দুর্ঘটনার সময় খুলে যায়, যা নতুন করে নিরাপত্তা সরঞ্জামের মান ও ব্যবহার নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে।
নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/p/1KyU4ntUp9/