নিউজ পোল ব্যুরো: ফের সীমান্তে উত্তাপ। সোমবার জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর আইইডি বিস্ফোরণে একজন সেনা জওয়ান গুরুতর আহত হয়েছেন। সন্দেহ করা হচ্ছে যে বিস্ফোরক ডিভাইস (IED)টি সন্ত্রাসবাদীরা মাটির নীচে পুঁতে রেখেছিল।
পুলিশ জানিয়েছে, জম্মু-কাশ্মীরের দেগওয়ার সেক্টরের বাগিয়ালদারায় এই বিস্ফোরণ ঘটে। প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে এটি একটি দুর্ঘটনাজনিত মাইন বিস্ফোরণ। নিরাপত্তা সংস্থাগুলি ঘটনাটি তদন্ত করছে। এই ঘটনার পরেই জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা বাহিনী উচ্চ সতর্কতা জারি করেছে। এই ঘটনা নিয়ে গত ২ সপ্তাহে সাতটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা তথ্য দেখা গিয়েছে যে এই অঞ্চলে ১০০ জনেরও বেশি সন্ত্রাসীবাদী সক্রিয় রয়েছে। যা নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলেই গোয়েন্দারা জানিয়েছে। পুঞ্চের সুরানকোট সেক্টরের পীর পাঞ্জাল রেঞ্জের সাংলা গ্রামে একটি গোপন আস্তানা থেকে সেনাবাহিনীর রোমিও ফোর্স এবং জম্মু ও কাশ্মীর পুলিশ বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং মাদকদ্রব্য উদ্ধার করার কয়েক ঘন্টা পরেই এই আইইডি বিস্ফোরণ ঘটে।
আরও পড়ুনঃ Crime: ৪ বছরের শিশুর সঙ্গে ভয়ানক কাণ্ড ঘটিয়ে গ্রেফতার যুবক
এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, গত শুক্রবার, নিরাপত্তা সংস্থাগুলি জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) জুড়ে মাত্র ১০ দিনের মধ্যে সাতটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস উদ্ধারের পর হাই অ্যালার্ট জারি করে। এমনকি এই সময়ে গুলির লড়াইও হয় সেনা জঙ্গির মধ্যে। গোয়েন্দা তথ্যে বলা হয়েছে যে পীর পাঞ্জাল রেঞ্জের উত্তরে ১৮ জন স্থানীয় নিয়োগপ্রাপ্ত এবং ৬১ জন বিদেশী কর্মী সহ ৭৯ জন সন্ত্রাসী সক্রিয় ছিল। রেঞ্জের দক্ষিণে, ৩৪ জন বিদেশী জঙ্গি এবং ৬ জন স্থানীয় ব্যক্তিকে নিয়োগপ্রাপ্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলি অনুপ্রবেশের ঘটনাও লক্ষ্য করেছে এবং সেনাবাহিনীকে সতর্ক করেছে আসন্ন গ্রীষ্মকালে এই অঞ্চলে বিদেশী সন্ত্রাসবাদীরা আরও সক্রিয় হতে পারে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/