নিউজ পোল ব্যুরো: তেলেঙ্গানায় (Telengana) চলন্ত ট্রেনে এক তরুণীকে ধর্ষণের চেষ্টা করল এক যুবক! প্রাণ বাঁচাতে ট্রেন থেকে ঝাঁপ দিতে বাধ্য হলেন বছর তেইশের ওই তরুণী। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সিকান্দরাবাদ থেকে মেডচল যাওয়ার পথে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। জানা গিয়েছে, বেসরকারি সংস্থায় কর্মরত ওই তরুণী সেদিন নিজের মোবাইল সারাই করতে সেকেন্দ্রাবাদ থেকে ট্রেনে (train crime) চেপেছিলেন। মহিলা কামরায় (women’s coach) তখন আরও দুজন যাত্রী ছিলেন। তবে পরের স্টেশনে তারা নেমে যাওয়ায় কামরায় একাই ছিলেন তরুণী।
আরও পড়ুন:- MPs Salary Hike: বেতন বাড়ল সাংসদদের, পরিবর্তন দৈনিক ভাতা, পেনশনেও
ঠিক তখনই ট্রেনে ওঠে বছর পঁচিশের এক যুবক। কামরায় একা মেয়েকে দেখতে পেয়ে সে প্রথমে কুপ্রস্তাব (sexual harassment) দিতে থাকে। তরুণী তাতে রাজি না হলে সে ক্রমশ আক্রমণাত্মক হয়ে ওঠে এবং তাঁর উপর চড়াও হয়। এরপর চলন্ত ট্রেনের মধ্যেই তাকে ধর্ষণের চেষ্টা করা হয় (Telengana)। যুবকের কবল থেকে নিজেকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন তরুণী। একসময় কোনও রকমে নিজেকে ছাড়িয়ে নিয়ে ট্রেনের দরজার দিকে ছুটে যান। গুন্ডলা পোচামপল্লি (Gundla Pochampally) স্টেশনের কাছে ট্রেনের গতি কিছুটা কমতেই তিনি চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন (jumped from moving train)। চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেওয়ার পর রেললাইনের পাশে আহত অবস্থায় পড়ে থাকেন তরুণী। পথচারীরা তাকে দেখতে পেয়ে দ্রুত রেল পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে গান্ধী হাসপাতালে (Gandhi Hospital) ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছেন, ট্রেন থেকে পড়ে যাওয়ায় তরুণীর মাথায় গভীর চোট লেগেছে। ফেটে গিয়েছে থুতনি। তার ডান হাত এবং কোমরেও গুরুতর আঘাত রয়েছে। আপাতত তিনি শঙ্কামুক্ত থাকলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
এই ঘটনার (Telengana) পরেই রেল পুলিশ (Railway Police) তদন্ত শুরু করেছে। তরুণীর বয়ানের ভিত্তিতে অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা চলছে। যদিও যুবক ঘটনার পরই পালিয়ে গিয়েছে, তবে তরুণী জানিয়েছেন, তাকে দেখলেই চিনতে পারবেন। রেল পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, “ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। দোষীকে দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। ভারতীয় ন্যায় সংহিতার (Indian Penal Code) একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT