TMC: ইফতার নিয়ে তৃণমূলের অন্দরমহলে বিতর্ক, অসন্তুষ্ট কর্মীরা!

জেলা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: সম্প্রতি তৃণমূলের (TMC) উদ্যোগে আয়োজিত একটি ইফতার সভা (Iftar meeting) নিয়ে দলের অন্দরেই ব্যাপক ক্ষোভ ও বৈষম্যের (Discrimination) অভিযোগ উঠেছে। শনিবার নদিয়ার চাপড়া এলাকায় অনুষ্ঠিত এই ইফতারের (Iftar) আয়োজন নিয়ে দলের কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ প্রকাশিত হয়। জেলা তৃণমূলের (TMC) মুখপাত্র দেবাশিস রায় বিষয়টি নিয়ে তদন্ত করার কথা বলেছেন।

আরও পড়ুন:Deocha Pachami: দেউচার বৈঠক ও অনুব্রতর অনুপস্থিতি, মুখ খুললেন কাজল

তিনি জানিয়েছেন, “স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে ঘটনা পর্যালোচনা করা হবে।” তৃণমূল (TMC) সূত্রে খবর, ইফতারের (Iftar) আয়োজন ছিল দুটি আলাদা ব্যবস্থা— একদিকে নেতা ও বিধায়কদের জন্য চেয়ার-টেবিলের ব্যবস্থা ছিল অন্যদিকে সাধারণ কর্মীদের মাটিতে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। সাধারণ কর্মীদের পাতে ছিল লুচি ও ছোলার ডাল, তিন চার রকম ফল, মিষ্টি ও শরবত। নেতাদের জন্য ছিল কচুরি, ছোলার ডাল, দেশি মুরগির ঠ্যাং, ফল, মিষ্টি এবং শরবত।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

এ ধরনের বিভাজন দলের কর্মীরা ভালো চোখে দেখেনি।বিশেষত, চাপড়ার ইসলামগঞ্জ হাই মাদ্রাসার মাঠে আয়োজিত ইফতার পার্টিতে কর্মীরা একে অপরের কাছাকাছি বসার পরেও এই বৈষম্য নিয়ে প্রশ্ন উঠেছে। তৃণমূলের একাংশের মতে, ইফতারের মতো একটি ধর্মীয় অনুষ্ঠানে এমন বিভাজন সাম্যবাদের আদর্শের প্রতি অশ্রদ্ধা ও দলের কর্মীদের অপমান করা হয়েছে। দলের অন্দরেই এর সমালোচনা চলছে। বেশ কয়েকজন নেতা অভিযোগ করেছেন যে, সাধারণ কর্মীদের প্রতি এই ধরনের আচরণ মোটেও গ্রহণযোগ্য নয়।

তবে তৃণমূলের সংখ্যালঘু সেলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক জানালি মোল্লা দাবি করেছেন, এটি কোনও বৈষম্য ছিল না। তার মতে, কিছু নেতা ও বিধায়ক অসুস্থ থাকায় তাঁদের জন্য চেয়ার-টেবিলের ব্যবস্থা করা হয়েছিল এবং সবার জন্য সমান আয়োজন ছিল। তিনি আরও জানান, মহিলাদের জন্যও চেয়ারে বসার ব্যবস্থা ছিল। তবে এই ঘটনার পর দলের মধ্যেই বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে ও রাজনৈতিক শিবিরে তীব্র আলোচনা চলছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT