Gangarampur Accident: গঙ্গারামপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: সোমবার ইট বোঝাই একটি ট্রাক্টর (tractor) ও একটি মোটরবাইকের (motorbike) মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ এই দুর্ঘটনাটি (Gangarampur Accident) ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার মহারাজপুর এলাকায়। এই সংঘর্ষের জেরে গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি।প্রত্যক্ষদর্শীদের মতে, সোমবার সকালে একটি ইট বোঝাই ট্রাক্টর ঠেঙ্গাপাড়া থেকে গঙ্গারামপুরের (Gangarampur) দিকে যাচ্ছিল। সেই সময় পেছনে একটি মোটরবাইক আসছিল। বাইকটি চালাচ্ছিলেন অমৃত ঘোষ (৪০)। তিনি তপন থানার রামপুর এলাকার বাসিন্দা।

আরও পড়ুন:- Urban Housing: স্বপ্নের ছাদ,বাস্তবের রূপায়ণ! বস্তিবাসীদের জন্য এবার পাকা বাড়ি

মহারাজপুর এলাকায় পৌঁছানোর পর, হঠাৎ একটি ছোট গাড়ি (small vehicle) বুনিয়াদপুরের (Buniadpur) দিক থেকে এসে ট্রাক্টরের সামনে চলে আসে। ট্রাক্টর চালক (tractor driver) গাড়িটি দেখেই ব্রেক কষেন। কিন্তু এর ফলে ট্রাক্টরের ঠিক পেছনে থাকা মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ট্রাক্টরে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে ট্রাক্টরের টলি (trolley) উল্টে যায় রাস্তার ওপর। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। গুরুতর আহত অবস্থায় অমৃত ঘোষকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে (Gangarampur Super Specialty Hospital) নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় চিকিৎসকরা তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে (Malda Medical College and Hospital) স্থানান্তর করেন। ঘটনার খবর পাওয়া মাত্র গঙ্গারামপুর থানার পুলিশ (Gangarampur Police) ঘটনাস্থলে (Gangarampur Accident)পৌঁছায়। দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইক ও ট্রাক্টরটি উদ্ধার করা হয়েছে। কী কারণে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ট্রাক্টরটি হঠাৎ ব্রেক করায় মোটরবাইকটি নিয়ন্ত্রণ রাখতে পারেনি এবং এই সংঘর্ষ ঘটে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

এ ঘটনায় (Gangarampur Accident) স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাস্তার পাশে ট্রাক্টরের টলি উল্টে পড়ায় যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়। তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই দুর্ঘটনা আবারও ট্রাফিক নিয়ম (traffic rules) মেনে চলার গুরুত্ব তুলে ধরেছে। বিশেষ করে ব্যস্ত সড়কে (busy road) চলাচলের সময় চালকদের আরও সতর্ক থাকা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT