নিউজ পোল ব্যুরো: পঞ্চায়েত এলাকার পর এবার পুরসভা এলাকাতেও বস্তিবাসীদের জন্য পাকা বাড়ি নির্মাণের (Urban Housing) পরিকল্পনা (Plan) করেছে রাজ্য সরকার (State Government) । বাংলার বাড়ি প্রকল্পের (Urban Housing) আওতায় শহরের দরিদ্র মানুষের জন্য বাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছে নবান্ন। পুর ও নগরোন্নয়ন দফতরের মাধ্যমে এই প্রকল্পের কাজ শুরু হবে। বিধানসভার (Assembly) বাজেট অধিবেশনে (Budget) পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন, আগামী পাঁচ বছরে শুধুমাত্র পুরসভা এলাকায় ২ লক্ষ ১০ হাজার পাকা বাড়ি নির্মাণের (Urban Housing) লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য শহুরে বস্তিবাসীদের জীবনযাত্রার মানোন্নয়ন করা।
আরও পড়ুন:Belgachia: বিপজ্জনক ঘর ছাড়তে নারাজ বেলগাছিয়া বাসিন্দা
প্রত্যেকটি বাড়ির জন্য আনুমানিক ১ লক্ষ ৯৩ হাজার টাকা খরচ হবে এবং কেন্দ্রীয় সরকার প্রতিটি বাড়ির জন্য দেড় লক্ষ টাকা বরাদ্দ করেছে। তবে রাজ্য সরকারের (State Government) দাবি, কেন্দ্রের কাছে তাদের প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা বকেয়া রয়েছে যা এখনও মেলেনি। রাজ্য সরকার এই বকেয়া অর্থ আদায়ের জন্য কেন্দ্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে কেন্দ্রের অর্থ সহায়তা না পেলেও রাজ্য সরকার প্রকল্পটি বাস্তবায়নে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
এদিকে, বাংলার বাড়ি প্রকল্পের আওতায় পঞ্চায়েত এলাকায় বাড়ি নির্মাণের কাজ অনেকটাই এগিয়ে গেছে। ইতিমধ্যে রাজ্য সরকার ১২ লক্ষ মানুষকে প্রথম কিস্তির টাকা দিয়েছে। এই প্রকল্পের জন্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর দায়িত্বপ্রাপ্ত ছিল। এবার শহরাঞ্চলে এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর। নবান্নের পরিকল্পনা অনুযায়ী, দ্রুত প্রকল্পটি বাস্তবায়িত করা হবে যাতে শহরের বস্তিবাসীদের পাকা বাড়ি পাওয়া নিশ্চিত হয়।
রাজ্য সরকার প্রকল্পটি এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রের সহযোগিতা না পেলেও তারা নিজের উদ্যোগে প্রকল্প বাস্তবায়ন করবে। যদিও কেন্দ্র-রাজ্যের মধ্যে আর্থিক সমন্বয় প্রয়োজন তবুও এই প্রকল্পের সফল বাস্তবায়ন শহরের নিম্ন আয়ের মানুষের জন্য উন্নত বসবাসের পরিবেশ সৃষ্টি করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT