Most Expensive Dog: বিশ্বের সবচেয়ে দামি কুকুর কিনলেন ভারতীয় যুবক

অফবিট

নিউজ পোল ব্যুরো: কুকুরকে (Dog) বলা হয় মানুষের সবচেয়ে ভালো বন্ধু (Good Friend), একথা অনেকেই বিশ্বাস করেন। এই প্রাণীটির প্রভুভক্তি এবং সাহসিকতার কথা অনেকে জানেন—তাদের একনিষ্ঠ ভালোবাসা (Love) প্রভুর জন্য। প্রভুর জীবন বাঁচাতে তারা নিজেদের প্রাণ পর্যন্ত দিতে পিছপা হয় না। পোষ্য (Pet) হিসেবে কুকুর (Dog) বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় এবং অনেকেই তাদের প্রিয় সঙ্গী হিসেবে ঘরে এনে যত্নে বড় করেন। তবে এক যুবক যা করলেন, তা সত্যিই চমকপ্রদ। শুনলে আপনিও চমকে যাবেন।

আরও পড়ুন:Python: অজগরের মাথায় টিউমার, সফল অস্ত্রোপচার

বেঙ্গালুরুর (Bengaluru) এক যুবক এস সতীশ সম্প্রতি বিশ্বের সবচেয়ে দামি কুকুরটি (Most Expensive Dog) কিনেছেন, যা কিনা উলফডগ নামে পরিচিত। এই কুকুরটির (Most Expensive Dog) দাম ৫০ কোটি টাকা! উলফডগ একটি বিশেষ ধরনের কুকুর (Most Expensive Dog), যা বন্য নেকড়ের এবং ককেশিয়ান শেপার্ডের সংমিশ্রণ। এর নাম “কাডাবম্ব ওকামি”। এই প্রজাতি অত্যন্ত বিরল। মনে করা হচ্ছে, এস সতীশের কিনে আনা কুকুরটি হতে পারে এদের প্রথম উদাহরণ।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

এস সতীশ আগে ডগ ব্রিডার (Dog Breeder) হিসেবে পরিচিত ছিলেন। বর্তমানে তাঁর কাছে প্রায় ৫১টি বিদেশি কুকুর (Dog) রয়েছে। সেগুলোর মধ্যে কিছু বিরল প্রজাতির কুকুরও রয়েছে, যা তিনি একটি বিশাল ফার্মে পালন করেন। এই কুকুরদের দেখভালের জন্য তিনি প্রতি মাসে অনেক অর্থ খরচ করেন। তবে কুকুরদের প্রদর্শনী ও বিভিন্ন ফিল্ম প্রিমিয়ার-সহ আয় করেই তাঁর খরচ সামাল দেন। এসব প্রদর্শনীতে তিনি মোটা অঙ্কের অর্থ আয় করেন।

এস সতীশ বলেন, “কুকুরদের প্রতি আমার ভালবাসা অগাধ। আমি তাদের যত্ন করি, কারণ তাদের জন্য ভালোবাসা ও সুখই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের সঙ্গে সময় কাটানো, তাদের সঙ্গে ছবি তোলা—এগুলো আমাকে অনেক আনন্দ দেয়। কখনও কখনও মনে হয়, আমার কুকুরদের পাশে দাঁড়িয়ে আমি কোনো অভিনেতার চেয়ে কম কিছু নই!”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এস সতীশের কুকুর প্রেম শুধু প্রাকৃতিক নয়, এটি একটি ব্যবসারও অংশ, যা তাকে তার পোষ্যদের সাহায্যে সফলতা এবং আনন্দ এনে দিয়েছে।