Crime: ৪ বছরের শিশুর সঙ্গে ভয়ানক কাণ্ড ঘটিয়ে গ্রেফতার যুবক

অপরাধ জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: সম্প্রতি রাজ্য জুড়ে একাধিক নারী নির্যাতনের (Crime) ঘটনা সামনে আসছে। বিশেষ করে নাবালিকা ও শিশুকন্যাদের টার্গেট করা হচ্ছে। ঠিক তেমনি একটি ঘটনা সামনে এসেছিল। পলাশীর এক চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল এক যুবকের বিরুদ্ধে। সেই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

নদীয়ার কালিগঞ্জ থানার পলাশীর হাজরা পোতা এলাকার ঘটনা। রবিবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। সোমবার ওই এলাকা থেকেই এক যুবককে গ্রেফতার করে পুলিশ। রবিবার একটি পরিত্যক্ত বাড়িতে মোবাইল গেম খেলানোর নাম করে ওই চার বছরের শিশুর উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকার। দফায় দফায় শুরু হয় আন্দোলন। পলাশীর পুলিশ ফাঁড়ি ঘেরাও করে করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে অবরোধ করা হয় ৩৪ নম্বর জাতীয় সড়ক। রবিবার রাত্রে ওই অভিযুক্ত যুবককে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃত এর বিরুদ্ধে পকসো আইনে মামলার রুজু করে সোমবার তাকে কৃষ্ণনগর আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ RG Kar: আরজি কর মামলায় ডাক্তার-নার্সদের সিজিও অভিযান ঘিরে উত্তেজনা

সূত্রের খবর, চার বছরের শিশুকে যৌন নির্যাতনের (Crime) ঘটনায় এলাকাজুড়ে উত্তাপ ছাড়ায়। দোষীকে গ্রেফতারের দাবিতে স্থানীয়রা বিক্ষোভ দেখায়। পরবর্তীতে ৩৪ নম্বর জাতীয় সড়কও অবরোধ করেন।‌ পুলিশের আশ্বাস পেলে তাঁরা বিক্ষোভ তুলে নেন। ঘটনার দিন নাবালিকার চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে এলে এলাকা ছেড়়ে চম্পট দেন অভিযুক্তেরা। তার পরেই কালীগঞ্জ থানার অন্তর্গত পলাশীর মীরাবাজার পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয় ওই নাবালিকার পরিবারের তরফে। এমনকি অভিযুক্তকে গ্রেফতারে দেরি করার অভিযোগও এনেছে পরিবার।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/