Madhya Pradesh: সেনাকর্মীদের উপর হামলা ও বান্ধবীকে গণধর্ষণের দায়ে ৫ জনের যাবজ্জীবন

অপরাধ দেশ

নিউজ পোল ব্যুরো: ২০২৪ এর সেপ্টেম্বরে রাতে ঘুরতে বেরিয়ে দুষ্কৃতী হামলার শিকার হয়েছিলেন দুই সেনা আধিকারিক। তাঁদের বান্ধবীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই গণধর্ষণের অভিযোগে পাঁচজন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ফাস্ট ট্র্যাক আদালত। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) আদালত ইন্দোর জেলায় সেনা প্রশিক্ষণার্থী অফিসারদের অপমান এবং তাদের এক বান্ধবীকে গণধর্ষণের অভিযোগে এই সাজা শুনিয়েছে।

মহৌর ফাস্ট ট্র্যাক আদালত দোষীদের আর্থিক জরিমানাও করেছে। অতিরিক্ত দায়রা জজ রবি শঙ্কর ডুলে পাঁচজন দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অভিযুক্ত পাঁচজন হলেন অনিল বারোদ (২৭), পবন ভাসুনিয়া (২৩), রিতেশ ভাবর (২৫), রোহিত গিরওয়াল (২৩) এবং শচীন মাকওয়ানা (২৫)। আদালত তাদের গণধর্ষণের শিকার মহিলাকে ৫০,০০০ টাকা এবং বাকি তিনজনকে ১০,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। বিশেষ পাবলিক প্রসিকিউটর সন্ধ্যা উইকে নিশ্চিত করেছেন যে ষষ্ঠ অভিযুক্ত একজন নাবালক হওয়ার কারণে তার জুভেনাইল আদালতে বিচার চলছে।

আরও পড়ুনঃ http://Abhishek Banerjee: ‘দলনেত্রীর সঙ্গে বিরোধ…’, মমতার সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট অভিষেক

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, অপরাধটি ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মহৌ-মন্ডলেশ্বর সড়কে হয়েছিল। মহৌর পদাতিক স্কুলে প্রশিক্ষণরত দুই সেনা কর্মকর্তা দুই মহিলা বন্ধুকে নিয়ে জাম গেটে গিয়েছিলেন। সেই সময়েই ৬ জন সশস্ত্র ব্যক্তি তাদের উপর অতর্কিত আক্রমণ চালায়। পিস্তল হাতে হামলাকারীরা দলটিকে হুমকি দিয়ে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। দাবি পূরণ না হওয়ার কারণে তারা সেনা কর্মকর্তাদের মোবাইল ফোন এবং নগদ টাকা লুট করে। ঘটনার পরের দিন, নির্যাতিতরা বারগোন্ডা থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়, অভিযুক্তদের গ্রেপ্তার করে এবং ১২ অক্টোবরের মধ্যে চার্জশিট পেশ করে। চলতি বছরের ২০ মার্চ আসামিপক্ষের সাক্ষীদের বক্তব্য রেকর্ড করা হয়। ২১ মার্চ চূড়ান্ত যুক্তি উপস্থাপন শেষ হয়, মাত্র পাঁচ মাসেরও বেশি সময় ধরে আইনি প্রক্রিয়া শেষ হয়।

নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/p/1BtysYaYuL/