Anti Rabies Vaccine: স্বাস্থ্য কেন্দ্রে র‍্যাবিস ভ্যাকসিনের অভাব

জেলা রাজ্য স্বাস্থ্য

শ্যামল নন্দী, বারাসাত: উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের অন্তর্গত ছোটজাগুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র (Chotojagulia Block Primary Health Centre) বর্তমানে কুকুর (dog), বিড়াল (cat) বা অন্য কোনো প্রাণীর কামড়ের পর প্রয়োজনীয় ভ্যাকসিন (Anti Rabies vaccine) সরবরাহ করতে পারছে না। হাসপাতালের বিভিন্ন জায়গায় পোস্টার টাঙিয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, এখানে “কুকুর-বিড়ালের কামড়ের ভ্যাকসিন নেই”। এই নির্দেশ বারাসাত ১ নম্বর ব্লকের বি এম ও এইচ (Block Medical Officer of Health – BMOH)-এর পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এতদিন পর্যন্ত বারাসাত এক নম্বর ব্লকের অন্তর্গত এলাকার বাসিন্দারা যদি কুকুর, বিড়াল বা অন্য কোনো প্রাণীর কামড়ের শিকার হতেন, তাহলে তারা প্রথমেই ছোটজাগুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ছুটে আসতেন। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা (first aid) করার পাশাপাশি অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন (Anti-Rabies Vaccine – ARV) দেওয়ার ব্যবস্থা ছিল। কিন্তু বর্তমানে এই ভ্যাকসিনের (ARV) সরবরাহ বন্ধ হয়ে গেছে, যার ফলে আক্রান্ত রোগীরা যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।

আরও পড়ুন:- Howrah Belgachia: হাওড়ার বেলগাছিয়ার পরিস্থিতি নিয়ে বৈঠকে ফিরহাদ

হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক (Block Health Officer) জানিয়েছেন, এখনো পর্যন্ত কবে থেকে পুনরায় এই ভ্যাকসিনের (Anti Rabies Vaccine)পরিষেবা চালু হবে, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য নেই। তবে কোনো ব্যক্তি যদি কুকুর বা বিড়ালের কামড়ে আক্রান্ত হন, তাহলে তাকে স্বাস্থ্যকেন্দ্রে এনে প্রাথমিক চিকিৎসা (first aid treatment) দেওয়া হবে। কিন্তু সম্পূর্ণ চিকিৎসার জন্য তাকে অন্যত্র যেতে হবে। যেহেতু ছোটজাগুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন (ARV) নেই, তাই কামড়ের ঘটনা ঘটলে রোগীদের কাছের অন্য কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে যেতে হবে, যেখানে এই ভ্যাকসিনের ব্যবস্থা রয়েছে। ) লাগানো যেতে পারে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

র‍্যাবিস(Rabies) একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ, যা একবার লক্ষণ প্রকাশ করলে মৃত্যুর কারণ হতে পারে। তাই কুকুর বা অন্য কোনো প্রাণীর কামড়ের পর যত দ্রুত সম্ভব অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন (Anti Rabies Vaccine – ARV) নিতে হয়। যদি সময়মতো এই টিকা না নেওয়া হয়, তাহলে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে এবং রোগীর জীবনসংশয় হতে পারে। এখন প্রশ্ন উঠছে, কবে নাগাদ ছোটজাগুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অ্যান্টি- র‍্যাবিস ভ্যাকসিন (ARV) পুনরায় পাওয়া যাবে? সাধারণ মানুষ এই পরিষেবা পুনরায় চালু করার দাবি তুলছেন। অনেকেই মনে করছেন, স্বাস্থ্য দফতরের (Health Department) পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যাতে এই সমস্যার সমাধান হয় এবং কুকুর-বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য দূরে ছুটতে না হয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT