নিউজ পোল ব্যুরো: রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের (Health & Family Welfare Department) উদ্যোগে এবং উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলা যক্ষা বিভাগের (Tuberculosis Control Department) পরিচালনায় এক সচেতনতা মূলক পদযাত্রার (Awareness Rally) আয়োজন করা হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের মধ্যে যক্ষা রোগ (Tuberculosis) সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং যক্ষা মুক্ত সমাজ গঠনের জন্য প্রচার চালানো। এদিন পথযাত্রাটি রায়গঞ্জের ক্যারিটাস প্রাঙ্গন (Caritas Campus) থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন স্বাস্থ্য বিভাগের বিভিন্ন আধিকারিক, স্বাস্থ্যকর্মী (Health Workers), এনজিও প্রতিনিধি (NGO Representatives), শিক্ষার্থী, এবং সাধারণ মানুষ।
আরও পড়ুন:- Balurghat Municipality: বালুরঘাটে শীতলা মন্দির সংস্কারে পৌরসভা
পথযাত্রার (Uttar Dinajpur) মাধ্যমে যক্ষা রোগের লক্ষণ (Symptoms of Tuberculosis), প্রতিরোধমূলক ব্যবস্থা (Preventive Measures), চিকিৎসা (Treatment), এবং সরকারের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা (Free Treatment Services) সম্পর্কে জনগণকে অবহিত করা হয়। এছাড়া, “নিখরচায় যক্ষার চিকিৎসা নিন” (Get Free TB Treatment) এবং “যক্ষা মুক্ত সমাজ গড়ি” (Let’s Build a TB-Free Society) এই ধরনের বিভিন্ন পোস্টার ও ব্যানার নিয়ে সচেতনতা প্রচার চালানো হয়। উত্তর দিনাজপুর জেলা যক্ষা স্বাস্থ্য আধিকারিক ড. দীপ সামন্ত (Dr. Deep Samanta, District TB Health Officer) জানান, জেলায় আনুমানিক ৩ হাজার জন যক্ষা রোগী (TB Patients) রয়েছেন। এই রোগ নির্মূল করতে স্বাস্থ্য দফতর নিরলসভাবে কাজ করে চলেছে। তিনি আরও জানান, বর্তমানে জেলায় ১১টি অঞ্চল (11 TB-Free Zones) যক্ষা মুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। এই সফলতার পেছনে রয়েছে লাগাতার সচেতনতা প্রচার, দ্রুত রোগ শনাক্তকরণ (Early Detection), এবং সরকারি বিনামূল্যে চিকিৎসা পরিষেবা।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

যক্ষা প্রতিরোধে ইতিমধ্যে একটি বিশেষ ১০০ দিনের কর্মসূচি (100-Day TB Elimination Program) সম্পন্ন হয়েছে, যেখানে যক্ষা রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিতকরণ এবং নতুন রোগী শনাক্তকরণের ওপর জোর দেওয়া হয়েছে। বিশ্ব যক্ষা দিবসের শেষ দিনে নতুন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে—
-বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির (Free Health Check-up Camp)
- জনগণের মাঝে সচেতনতা প্রচার (Mass Awareness Campaign)
- **যক্ষা রোগীদের জন্য পুষ্টিকর খাদ্য সহায়তা (Nutritional Support for TB Patients)
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
ড. সামন্ত জানান, আগামী দিনে আরও বেশি অঞ্চলকে যক্ষা মুক্ত (TB-Free Zones) করার লক্ষ্য নেওয়া হয়েছে। সরকার ‘যক্ষাকে হারাতে চাই’ (Defeat TB) এই মূলমন্ত্র নিয়ে কাজ করছে, যাতে ২০২৫ সালের মধ্যে দেশকে যক্ষা মুক্ত করা সম্ভব হয়। বিশেষজ্ঞদের মতে, যক্ষা রোগ নির্মূল করতে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত চিকিৎসা গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। এই ধরনের পদক্ষেপ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি রোগ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।