Saltlake: সল্টলেকে প্রকাশ্যে নৃশংস হামলা!

অপরাধ কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: সল্টলেকের (Saltlake) চিংড়িঘাটা সংলগ্ন শান্তিনগর অঞ্চলে ঘটে গেল এক ভয়ংকর ঘটনা। ১৮ই মার্চ রাতে এক মহিলা (woman) প্রকাশ্যে আক্রমণের শিকার হন। অভিযুক্ত ব্যক্তি হাতে থান ইট (brick) নিয়ে নৃশংসভাবে মারধর করে তাকে। শান্তিনগরের এক বাড়িতে দুই মহিলা ভাড়া (rented house) থাকতেন। ঘটনার দিন, রাতে তারা দেখতে পান যে তাদের পার্কিং করা গাড়িটি (car) কেউ ভাঙচুর (vandalism) করার চেষ্টা করছে। বিষয়টি বুঝতে পেরে তারা তৎক্ষণাৎ নিচে নেমে যান। পরে সেখানে থাকা পার্কিং কর্মী টিঙ্কু মণ্ডলের (Tinku Mondal) সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি গুরুতর হওয়ায় তারা সঙ্গে সঙ্গে বিধান নগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police Station) ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে টিঙ্কু মণ্ডল এবং তার সঙ্গে থাকা আরও এক ব্যক্তিকে আটক (arrest) করে থানায় নিয়ে যায়। তবে পরদিনই তারা জামিনে (bail) মুক্তি পেয়ে যায়, যা পরবর্তী ঘটনার সূত্রপাত ঘটায়।

আরও পড়ুন:- Abhishek Banerjee: ‘দলনেত্রীর সঙ্গে বিরোধ…’, মমতার সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট অভিষেক

জামিনে মুক্তি পাওয়ার পর, অভিযুক্তরা আবার ওই এলাকায় ফিরে আসে। মহিলার অভিযোগ, এরপরই অভিযুক্ত টিঙ্কু মণ্ডল এবং তার স্ত্রী তাদেরকে নিচে ডেকে পাঠায়। যখন তারা নিচে আসেন, তখনই আচমকা অভিযুক্তদের আক্রমণের মুখে পড়েন। প্রথমে টিঙ্কু মণ্ডলের স্ত্রী তাদের সঙ্গে বচসা শুরু করে। তারপরই টিঙ্কু মণ্ডল হাতে একটি বিশাল থান ইট তুলে নিয়ে মহিলার ওপর আঘাত হানতে শুরু করে। পরপর আঘাতে গুরুতর আহত (injured) হন ওই মহিলা। রাস্তায় প্রকাশ্যে এমন নৃশংস হামলায় (brutal attack) এলাকায় (Saltlake) আতঙ্কের সৃষ্টি হয়। মারধরের পর আহত মহিলা আবারও বিধান নগর দক্ষিণ থানায় অভিযোগ (complaint) দায়ের করেন। কিন্তু ঘটনার বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো অধরা অভিযুক্ত টিঙ্কু মণ্ডল। পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে, আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন আক্রান্ত মহিলা ও তার সঙ্গী। নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তারা, কারণ অভিযুক্ত ব্যক্তি এখনও ধরা পড়েনি।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

এই পরিস্থিতিতে (Saltlake)মঙ্গলবার দুপুরে ওই দুই মহিলা বিধান নগর অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের (Assistant Police Commissioner) অফিসে যান এবং পুরো বিষয়টি তার সামনে তুলে ধরেন। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের (arrest) দাবি জানান। এলাকাবাসীর মতে, শান্তিনগরের মতো জায়গায় এই ধরনের বর্বরোচিত ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (law enforcement) যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তবে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়তে পারে বলে মনে করছেন অনেকে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT