Demand for Recruitment: দীর্ঘদিন বন্ধ নিয়োগ, ধর্মতলায় নার্সদের অবস্থান-বিক্ষোভ

breakingnews কলকাতা

নিউজ পোল ব্যুরো: রাজ্যে চাকরির দাবি জানিয়ে বিভিন্ন ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের বিক্ষোভের ঘটনা নতুন নয়। রাজ্যে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে নিয়োগ (Demand for Recruitment)। এই অভিযোগে সরব হয়েছেন আন্দোলনকারীরা। এবার নিয়োগের দাবিতে ধর্মতলায় নার্সদের অবস্থান-বিক্ষোভ নার্সদের।

নার্সদের অভিযোগ ২ বছরের বেশি সময় ধরে নিয়োগ বন্ধ রয়েছে অথচ ২০ হাজারের বেশি প্রশিক্ষিত নার্স পাস করে নিয়োগের অপেক্ষায় আছেন। শেষ যাঁদের নিয়োগ করা হয়েছে তাঁদেরকেও বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। আন্দোলনকারীদের আরও অভিযোগ হাসপাতালের ওয়ার্ডে নার্সদের ঘাটতি একই রয়ে গিয়েছে। তারই প্রতিবাদে মঙ্গলবার দিনভর ধর্মতলায় রানি রাসমণি অ্যাভিনিউয়ে নার্সেস কমিউনিটির তরফে অবস্থান বিক্ষোভ জারি রাখার কথা জানানো হয়েছে। এমনকি এই বিক্ষোভের পর বিক্ষোভকারীদের স্বাস্থ্য ভবনে গিয়ে ডেপুটেশন জমা দেওয়ার পরিকল্পনা আছে বলেও জানিয়েছেন তাঁরা। নিয়োগ না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

আরও পড়ুনঃ Voter List: ভোটার তালিকা থেকে হিন্দুদের নাম বাদ দিচ্ছে তৃণমূল, বিস্ফোরক অমিত মালব্য

এক আন্দোলনকারী জানিয়েছেন তাদের দাবি স্থায়ী পদে অতি দ্রুত গ্রেড-২-এর নিয়োগ চাই। হাসপাতালে বহু সংখ্যক নার্সের দরকার সেখানে ২০২২ সালের পর থেকে কোনও নিয়োগ (Demand for Recruitment) হচ্ছে না বলেই অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ ওবিসি কেসের জন্য চাকরি হচ্ছে না বলে সরকার বাহানা দিচ্ছে। ওবিসি কেসের আগে এই নিয়োগ হয়ে যাওয়া উচিত ছিল বলেও এদিন দাবি করেছেন আন্দোলনকারীরা। এর আগে তিন বার স্বাস্থ্য ভবনে গিয়ে ডেপুটেশন জমা দেওয়া হলেও লিছু লাভ হয়নি বলেও দাবি করেছেন উপস্থিত নার্সরা। এদিন ধর্মতলায়, “ন্যায্য দাবি চাকরি চাই, চুপ করে আর থাকব কত বেকার বাড়ছে শত শত ” স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে থাকতেন জমায়েত হওয়া নার্সরা।

নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/p/1BtysYaYuL/