Crime News: সরকারি গাড়ির নম্বর প্লেট লাগিয়ে ডাকাতির ছক, ধৃত ৫

অপরাধ জেলা

মিলন পন্ডা, পূর্ব মেদিনীপুর: সরকারি দফতরের নাম ও নম্বর প্লেট লাগানো একটি প্রাইভেট গাড়ি (private car) ব্যবহার করে ডাকাতির ছক কষেছিল একদল দুষ্কৃতকারী (criminals)। তবে পুলিশের তৎপরতায় আগ্নেয়াস্ত্র (firearms) সহ পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার (Crime News) করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এলাকায়।

সূত্রের খবর, ধৃতদের মধ্যে একজন পুরুলিয়া জেলার রঘুনাথপুরের বাসিন্দা দিলীপ সিং। এছাড়া, উত্তর ২৪ পরগনার জগদ্দল থানা এলাকা থেকে ধরা পড়েছে মহম্মদ ফিরাজ খাঁন ও মহম্মদ ফুর খাঁন। অন্য দুই অভিযুক্ত ঝাড়খণ্ডের বাসিন্দা— মোহন গোরাই ও বিজয় রাম। তদন্তে উঠে এসেছে, ধৃতরা সরকারি দপ্তরের নাম সংযুক্ত নম্বর প্লেট লাগানো একটি গাড়ি ব্যবহার করছিল। সেই গাড়ি নিয়ে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, বিশেষত সোনার দোকানের সামনে নজরদারি চালাতো। তারপর সুযোগ বুঝে ডাকাতির পরিকল্পনা করতো।

আরও পড়ুন: http://Murder Case: স্ত্রীকে নৃশংস হত্যা, আত্মহত্যার চেষ্টা স্বামীর

তবে পুলিশি তৎপরতায় তা আর সম্ভব হয়ে উঠেনি। পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার করেছে, একটি একনলা বন্দুক, দুটি কার্তুজ , দুটি ধারালো ভোজালি, লোহার রড , একাধিক নকল সরকারি নম্বর প্লেট সঙ্গে আরও তিনটি ভুয়ো নম্বর প্লেট বাজেয়াপ্ত করেছে, যা ডাকাতির কাজে ব্যবহৃত হতো বলে অনুমান করা হচ্ছে।

পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার (SP) সৌম্যদীপ ভট্টাচার্য জানান, “পাঁচজন দুষ্কৃতকারীকে গ্রেফতার (Crime News) করা হয়েছে, যারা ডাকাতির পরিকল্পনা করছিল। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, তারা আন্তঃরাজ্য পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।” সোমবার ধৃতদের তমলুক জেলা আদালতে (Tamluk District Court) পেশ করা হলে বিচারক তাদের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ এই চক্রের অন্য সদস্যদের সন্ধানে তদন্ত চালাচ্ছে এবং তাদের আগের অপরাধমূলক কর্মকাণ্ডের খোঁজ করছে। পাঁশকুড়া থানার পুলিশ এরইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং তাদের অপরাধমূলক কার্যকলাপের ইতিহাস খতিয়ে দেখছে। যদি কোনও নতুন তথ্য সামনে আসে, তাহলে আরও গ্রেফতার হতে পারে বলে অনুমান করা হচ্ছে।